এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গ্রামীণ উন্নয়নে বাংলাকে ২৩০০ কোটি টাকা দিচ্ছে NABARD

নিজস্ব প্রতিনিধি: একুশের সকালেই বয়ে এল বাংলার জন্য বড় সুখবর। গ্রাম বাংলার(Rural Bengal) উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের হাতে ২৩০০ কোটি টাকা তুলে দিতে চলেছে National Bank for Agriculture and Rural Development বা NABARD। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল বা Rural Infrastructure Development Fund বা RIDF মারফত এই অর্থ বরাদ্দ করতে চলেছে NABARD। বাংলার গ্রামোন্নয়নের একাধিক প্রকল্পের জন্য এই টাকা বরাদ্দ করা হচ্ছে। এই অর্থ বরাদ্দের ছাড়পত্র ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছে। গ্রাম বাংলার রাস্তাঘাট ও সেতু নির্মাণ, সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, পশুখামার উন্নয়নসহ গ্রামোন্নয়নের সমস্ত ক্ষেত্রে এই টাকা খরচ হবে। শুধুমাত্র গ্রামীণ রাস্তা এবং সেতুর উন্নয়নেই খরচ হবে প্রায় ৮০০ কোটি টাকা।

আরও পড়ুন মণিপুরের শান্তি স্থাপনে উদ্যোগী হন মমতা, চাইছেন সেখানকার রাজ্যপাল

১০০ দিনের কাজের প্রকল্প এবং আবাস যোজনায় বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এই টাকা ছেড়ে দেওয়ার জন্য কেন্দ্রকে একাধিকবার অনুরোধ করেছে রাজ্য। তাঁদের চিঠিও দেওয়া হয়েছে। তবু সেই হকের পাওনা ছাড়েনি দিল্লি। এই পরিস্থিতিতে, ২০২৩-২৪ অর্থবর্ষে গ্রামীণ এলাকার উন্নয়নে NABARD যে এই বিপুল পরিমাণ অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে তুলে দিতে চলেছে তা কার্যত রাজ্যের উন্নয়নকেই পরোক্ষে স্বীকৃতি প্রদান করছে বলেই ওয়াকিবহাল মহলের ধারনা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিগত বছরগুলিতে এই খাতে প্রাপ্ত টাকার ব্যবহার নিয়ে যথেষ্ট খুশি NABARD। ফলে বাংলার গ্রামোন্নয়নে এই খাতের টাকা দ্রুত আসবে বলেই আশাবাদী রাজ্যের আধিকারিকরা। প্রসঙ্গত, গত অর্থবর্ষে এই খাতে রাজ্যকে ১৮০০ কোটি টাকা দেওয়া হয়। তবে রাজ্যের সামগ্রিক কাজের স্বীকৃতি হিসেবে এই কেন্দ্রীয় সংস্থা পরে Incentive হিসেবে দেয় আরও ৪০০ কোটি টাকা। গ্রামবাংলায় কৃষি, সড়ক, বিদ্যুৎ, প্রাণিসম্পদ বিকাশ এবং মহিলা ও শিশু কল্যাণ পরিকাঠামোর উন্নয়নে দেওয়া হয় ওই অতিরিক্ত বরাদ্দ। আর এবছর (২০২৩-২৪) প্রথমেই এই খাতে বরাদ্দ করা হচ্ছে ২,৩০০ কোটি টাকা।

আরও পড়ুন মণিপুর নিয়ে ট্যুইট ক্ষুব্ধ মমতার, জানালেন ঘটনা ‘হৃদয়বিদারক’

সূত্রের খবর, এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকবে রাজ্যের পূর্ত, পঞ্চায়েত প্রভৃতি কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর। নিজ নিজ অংশের প্রকল্পের খসড়া ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ওই সব দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে RIDF’র কাজ নিশ্চিতভাবে শেষ করতে শীঘ্রই নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকও হবে বলে সূত্রে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কারণে গ্রামোন্নয়নের কাজ কিছুদিনের জন্য সামান্য শিথিল হয়ে পড়েছিল। এখন ভোট মিটে গিয়েছে। খুব শীঘ্রই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে নতুন বোর্ড গঠনের পালা শুরু হয়ে যাবে। তারপরেই শুরু হবে গ্রাম বাংলার উন্নয়নের কাজ। সেই কাজে গতি আনতে একটি পর্যালোচনা বৈঠকও হবে নবান্নে। সেখানেই RIDF’র প্রকল্পগুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কোন্নগরে বৃদ্ধার মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে, এলাকায় ছড়াল দুর্গন্ধ

তিন দিন ধরে আত্মজার মৃতদেহ আগলে, অবশেষে বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন গর্ভধারিনী

তৃণমূল-কংগ্রেসের মধ্যে সংঘর্ষ, চলল গুলি ! ভোটের আগেই উত্তপ্ত খড়গ্রাম   

রায়গঞ্জে ভোঁতা হল ভিক্টর অস্ত্র, সংখ্যালঘুরা জোড়াফুলেই

‘চোরে চোরে মাসতুতো ভাই’, অধীরকে তোপ অভিষেকের

‘ইন্ডিয়া’র বড় গদ্দার উনি, সকালে বিজেপির পা ধরেন, বিকেলে সিপিএমের পা ধরেন’, আক্রমণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর