এই মুহূর্তে




৩ মাওবাদী নেতা-নেত্রীর খোঁজে রাজ্যজুড়ে ১২ জায়গায় তল্লাশি NIA’র

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) বসে থেকে ছত্তিশগড়ে মাওবাদী কার্যকলাপে(Maoist Activities) ক্রমাগত ইন্ধন ও মদত যুগিয়ে চলার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই ৩ মাওবাদী নেতা-নেত্রীর(Maoist Leaders) খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা National Investigation Agency বা NIA। বাংলার বুকে এদিন ১২ জায়গায় একযোগে সেই তল্লাশি অভিযান(Search Operation) চালাচ্ছে NIA। যে ৩জন মাও নেতা-নেত্রীর খোঁজ চলছে তাঁরা হলেন সব্যসাচী, সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী। যে ১২ জায়গায় তল্লাশি চলছে সেই সব জায়গার মধ্যে রয়েছে কলকাতা, পানিহাটি, আসানসোল, কুলটি, মহেশতলা, ঘোলা এলাকা। তল্লাশি অভিযানে NIA’র সঙ্গে আছে রাজ্য পুলিশের বাহিনীও। জানা গিয়েছে, সুদীপ্তা এবং শিপ্রা নামের দুই মহিলা আগে আসানসোলে একটি বাড়িভাড়া নিয়ে থাকতেন। বছর পাঁচেক আগে শিপ্রা আসানসোল থেকে চলে যান। তাঁর আসল বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটির পল্লীশ্রী এলাকায়। মঙ্গলবার সেখানেও হানা দেয় NIA এবং রাজ্য পুলিশের Special Task Force বা STF। সুদীপ্তা আর শিপ্রার বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং ছত্তিশগড়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ওপর হামলার ঘটনায় অর্থ দিয়ে মদত যুগিয়েছেন। সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই এদিন একযোগে ১২ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে NIA ও STF।

আরও পড়ুন, আবাসের সমীক্ষায় থাকবেন না সিভিক, স্কুলশিক্ষক, চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনওয়াড়ি-আশা কর্মীরাও

সুদীপ্তা এবং শিপ্রা নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। কয়লাখনির শ্রমিকদের অধিকারের দাবিতেও সামনের সারিতে দেখা গিয়েছিল তাঁদের। ‘অধিকার’ নামক একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। পরে ‘মজদুর অধিকার’ নামে একটি সংগঠন শুরু করেন এবং কয়লাখনির শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে তাঁরা আন্দোলন করেন। এ ছাড়াও একাধিক মানবাধিকার সংক্রান্ত বিষয়েও সুদীপ্তা এবং শিপ্রাকে সরব হতে দেখেছেন স্থানীয়রা। সে সূত্রে এদিন কুলটির ডিসেরগড় এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, সুদীপ্তা আর শিপ্রার সঙ্গে ওই সব এলাকার আর কেউ মাওবাদীদের সঙ্গে যুক্ত কিনা, সেটাও। আসানসোলের একাধিক জায়গায় বাড়িভাড়া নিয়ে থেকেছেন সুদীপ্তা এবং শিপ্রা। তবে শিপ্রা পানিহাটি চলে যাওয়ার পর ডিসেরগ়ড় এলাকার একটি ভাড়াবাড়িতেই থাকতেন সুদীপ্তা।

আরও পড়ুন, সুপ্রিম নির্দেশ অমান্য করে সকাল থেকেই রাজ্যজুড়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা

মঙ্গলবার সকালে পানিহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকায় শিপ্রার বাড়িতে যান NIA আধিকারিকেরা। প্রথমে ডাকাডাকি করা হলেও ভিতর থেকে দরজা খোলা হয়নি। পরে পাঁচিল টপকে ভিতরে ঢোকেন NIA আধিকারিকেরা। শুরু হয় জিজ্ঞাসাবাদ। এদিকে মাওবাদী নেতা সব্যসাচীর খোঁজে বেহালার সরশুনাতেও তল্লাশি চালাচ্ছে NIA। সিপিআই(এম)’র ৩ বারের বিধায়ক রমেশ পণ্ডার ছেলে হলেন সব্যসাচী পন্ডা। সব্যসাচীর প্রাথমিক কার্যকলাপ সব ওড়িশাতে। মাওবাদী সংগঠনে সব্যসাচী কিশোর নামে পরিচিত। এ রাজ্যের জঙ্গলমহলের বুকে মাওবাদী কার্যকলাপের অভিযোগে একাধিকবার সব্যসাচী রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আবার ছাড়াও পেয়েছে। এ রাজ্য থেকে সদস্য সংগ্রহ করে তাদের মাওবাদী কার্যকলাপের জন্য ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে পাঠাতো সে। এদিন তার খোঁজেও চলছে তল্লাশি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তমীতেও ভোগাবে অসুর বৃষ্টি, ১০ জেলায় সতর্কতা

বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

নদিয়া জেলার কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান?

গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

‘নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন’, মাও পোস্টার বরাবাজারে

ষষ্ঠীর দিনে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দগ্ধ দেহ, বীরভূম জুড়ে ছড়িয়েছে উত্তেজনা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর