এই মুহূর্তে

বাড়িতে বসেই মিলছে চোলাইয়ের হোম ডেলিভারি, শোরগোল নবগ্রামে

নিজস্ব প্রতিনিধি: মদ, বোমার পরে এবার চোলাই। ঘরে বসেই মিলছে চোলাইয়ের হোম ডেলিভারি(Home Delivery)। শুধু হাতে থাকতে হবে মোবাইল। তারপর একটিও নির্দিষ্ট নম্বরে ফোন করে বা অ্যাপের(App) মাধ্যমে অর্ডার দিয়ে দিলেই হবে। আপনার বাড়ির দরজায় চলে আসবে জারিকেন ভর্তি চোলাই। শহরে নয়, বাংলার বুকে গ্রামে গ্রামে এখন এই চোলাই ডেলিভারি রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই চোলাইয়ের হোম ডেলিভারি সব থেকে বেশি জনপ্রিয়তা ও লাভের মুখ দেখেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার লালবাগ মহকুমার নবগ্রাম(Nabagram) ব্লকে। সেখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে হাল ফ্যাশনের পোশাক বা বৈদ্যুতিন সামগ্রী, এইন সবকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে চোলাইয়ের হোম ডেলিভারি। অ্যাপের মাধ্যমে বা কল করে অর্ডার দিলেই ঘরে বসেই মিলছে জ্যারিকেন ভর্তি চোলাই। তবে গ্রাম বাংলায় যে প্যাকেট চোলাইয়ের ব্যবহার রয়েছে তা হোম ডেলিভারির ক্ষেত্রে মিলছে না।

তবে চোলাইয়ের এই হোম ডেলিভারিকে নিয়ে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক বিতর্ক মাথা তুলে দাঁড়ায়নি। কেননা, এই পরিষেবা রাজ্য সরকার দিচ্ছে না। অ্যাপের মাধ্যমে এই হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। আর সেখানে কে কিসের অর্ডার দেবে সেটা কোনওদিন প্রশাসন ঠিক করে দিতে পারে না। আবার সেখানে পুলিশি নজরদারিও সম্ভব নয়। আর পুলিশ(Police) জানতে পারলেও সেই চোলাই পরিষেবা বন্ধ করতেও পারছে না। কেননা ডোম ডেলিভারি বেআইনি নয়। সেক্ষেত্রে এলাকায় চোলাইয়ের ব্যবসায় ধাক্কা দিতে চোলাই উৎপাদনের ওপর তাঁদের হস্তক্ষেপ করতে হবে। এই অবস্থায় নবগ্রামে রমরমিয়ে চলছে চোলাইয়ের হোম ডেলিভারির ব্যবসা। যদিও পুলিশ জানিয়েছে, মসের হোম ডেলিভারি বেআইনি না হলেও, চোলাইয়ের হোম ডেলিভারি বেআইনি। তাঁরা এই পরিষেবা রুখে দেবেন।

স্থানীয় বাসিন্দাদের কী দাবি? চোলাইয়ের হোম ডেলিভারি বেআইনি সেটা সবাই জানেন বা বোঝেন। কিন্তু এটা ঘটনা যে নবগ্রাম ব্লক জুড়ে তা রমরমিয়ে চলছে। নির্দিষ্ট একটি অ্যাপ বা ফোন নম্বরের ফোন করে অর্ডার দিলেই হল। বাড়িতে হাজির হবে জ্যারিকেন ভর্তি চোলাই। খান এবার কত খাবেন। আর পুলিশের চোখকে ফাঁকি দিতে রীতিমত ওস্তাদ এই চোলাইয়ের ডেলিভারি বয়’রা। তাঁরা কখনও পায়ে হেঁটে, আবার কখনও সাইকেল চালিয়ে তো কখনও বাইকে চেপে নির্দিষ্ট জায়গায় চোলাইয়ের জ্যারিকেন পৌঁছে দিচ্ছে। পুলিশের নজরদারি এড়াতে ভাঙাচোরা সাইকেল নিয়েও ডেলিভারি দিতে বেরিয়ে পড়ছে তাঁরা। যদিও পুলিশের দাবি, তাঁরা সবই জানেন। আর তাই হাত গুটিয়ে তাঁরা বসে নেই। চোলাই কারবার বন্ধ করতে লাগাতার অভিযান চালানো হচ্ছে। গত এক মাসে বেশ কয়েকটি ভাটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কয়েকশো লিটার চোলাই উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন কারবারিকে গ্রেফতারও করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযান যত বেশি হচ্ছে চোলাইয়ের হোম ডেলিভারির ব্যবসা ততই ফুলে ফেঁপে উঠছে এলাকায়।

জানা গিয়েছে, নবগ্রাম থানার কিরীটেশ্বরী, চাণক, পাখিরাডাঙা, খেকুল প্রভৃতি এলাকায় কিছুদিন আগেও একাধিক চোলাইয়ের ভাটি ছিল। পুলিস এবং প্রমীলা বাহিনীর অভিযানের ফলে চোলাই কারবারে সাময়িকভাবে ভাটা পড়ে। কিন্তু কারবার টিকিয়ে রাখতে চোলাই কারবারিরা তাঁদের ভাটিকে একটি নির্দিষ্ট জায়গায় না রেখে মাঝে মধ্যেই অন্য জায়গা্য নিয়ে চলে যাচ্ছে। সাধারণত ফাঁকা জায়গা, নদীর চর বা জঙ্গলে ঘেরা এলাকায় ভাটি বানিয়ে রাতের অন্ধকারে চোলাই তৈরি করছে। তারপর ফোনে জানানো ক্রেতাদের ঠিকানায় চোলাই পৌঁছে দিচ্ছে। ভাঙাচোরা জিনিসপত্র কেনার ফেরিওয়ালার ছদ্মবেশে চোলাই কারবারিরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিচ্ছে। এলাকার নেশাগ্রস্তরা তাদের সুবিধামতো জায়গায় ডেলিভারি নিচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর