এই মুহূর্তে




রবি বিকালে উত্তরের পথে মমতা, শিলিগুড়িতে করবেন প্রশাসনিক বৈঠক

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বছর ৫ আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ(North Bengal) থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তৃণমূলকে। সেখানকার ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই ফুটেছিল পদ্মফুল। একুশের ভোটে অবশ্য কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় তৃণমূল(TMC)। এসেছিল ৫৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৩টি আসন। সেই হিসাবে চলতি বছরের লোকসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে উত্তরবঙ্গ থেকে খুব কম করেও ৩টি লোকসভা আসন আসবে, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু সেই হিসাব মেলেনি। একদম খালি হাতে ফিরতে না হলেও মাত্র ১টি আসন জিতেই এবারের মতো সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূলকে। এই ফলের পরেও অবশ্য উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে মুখ ফিরিয়ে থাকেনি রাজ্য সরকার। মুখ ফিরিয়ে থাকছে না দুর্যোগের সময়েও। আগামিকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। লোকসভা নির্বাচনের পরে এটাই মমতার প্রথম উত্তরবঙ্গ সফর হতে চলেছে।

আরও পড়ুন, ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবের নেতৃত্ব দিতে চলেছে কলকাতা, ট্যুইট মমতার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ২৯ সেপ্টেম্বর বিকেলে মুখ্যমন্ত্রী বিমানে বাগডোগরা হয়ে পৌঁছবেন শিলিগুড়ি(Siliguri)। উত্তরকন্যা অর্থাৎ উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনে রাত্রিবাস করবেন। তার পর সোমবার, ৩০ সেপ্টেম্বর সকালে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক(Administrative Meeting)  রয়েছে মুখ্যমন্ত্রীর। বৈঠক সেরে বিকেলে আবার কলকাতায় ফিরে আসার কথা আছে তাঁর। কেননা সোমবার বিকেল সাড়ে ৪টের সময় রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এই মুহূর্তে লাগাতার বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক হয়ে পড়ছে। ধসের জেরে ১০ নং জাতীয় সড়ক এখনও পুরোপুরি চালু হয়নি। এছাড়া বাংলা-সিকিমের মধ্যেও যোগাযোগ খানিকটা বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর একদিনের উত্তরবঙ্গ সফরের লক্ষ্য, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে এই সফরে মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রদুটির উপনির্বাচনের জন্য দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেও করতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, ‘রক্তের সম্পর্ক আছে এমন কারও সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না’, বড় সিদ্ধান্ত কেষ্ট’র

লাগাতার বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তাবাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসন থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং জেলার পাশাপাশি সিকিমের গ্যাংটক, মংগনে অতি ভারী বর্ষণ হতে পারে। ওই সব জায়গায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা সংলগ্ন এলাকাতেও বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের খবরে প্রশাসনিক মহলের একাংশের ধারণা, সেখানকার দুর্যোগ পরিস্থিতিই দেখতে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠক করে বিপদ মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ দেবেন জেলা প্রশাসনের আধিকারিকদের। দার্জিলিং, কালিম্পঙে প্রবল বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে। কিছু এলাকায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত। সেসব নিয়ে পুঙ্খানুপুঙ্খ খবর সরেজমিনে নিতে পারেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনেও চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে দুর্গাপুজোয় মদ বিক্রিতে আবগারি দফতরের আয় বেড়েছে রেকর্ড পরিমাণ

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

শিলিগুড়িতে চিকিৎসক ও ঔষধ না পেয়ে ভাঙচুর সুপার অফিস,আটক ৩

ঝাড়গ্রামের ডুলুং নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

ধর্ষণের ঘটনায় আদালতে নাবালিকার জবানবন্দি দেওয়াতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পুলিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর