এই মুহূর্তে




উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে যুগ্মভাবে প্রথম প্রীতম-আদিত্য

নিজস্ব প্রতিনিধি : উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে যুগ্মভাবে প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই পড়ুয়া। ফলপ্রকাশের পরেই দেখা গিয়েছে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে হুগলির আরামবাগের প্রীতম বল্লভ ও পাঁশকুড়ার আদিত্য নারায়ণ জানা। এরা দুজনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের ছাত্র। এদের প্রাপ্ত নম্বর ১৯৫-র মধ্যে ১৯৩। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে প্রীতম ও আদিত্য।

জানা গিয়েছে, আরামবাগের বাসিন্দা প্রীতম বল্লভ ভবিষ্যতে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করতে চান। তবে তার আগে চতুর্থ সেমেস্টারে ভাল ফল করতে চান তিনি। চতুর্থ সেমেস্টারেও এই ধরনের ফল করতে পারলেই মেধা তালিকায় থাকতে পারবেন। সেই প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন। তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টার নিয়ে তৈরি হবে রেজাল্ট। তাই এখন তাঁর নজর চতুর্থ সেমেস্টার। অন্যদিকে, পাঁশকুড়ার আদিত্যের ভাবনায় এখন শুধুই চতুর্থ সেমেস্টার। ভবিষ্যত নিয়ে তিনি এখনই বলতে নারাজ। তৃতীয় সেমেস্টারের মতো ফল করতে চান চতুর্থ সেমেস্টারে। তাই এখন থেকেই পড়াশোনার দিকে নজর দিয়েছেন তিনি। তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশের আগেই শুরু হয়ে গিয়েছে চতুর্থ সেমেস্টারের প্রস্তুতি। ভবিষ্যতে রেজাল্ট যাতে ভাল হয়, সেদিকে নজর রয়েছে সকলের।

পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে শুধু দুজনই নয়, আরও ২২জন মেধা তালিকায় রয়েছেন। জানা গিয়েছে, এই স্কুল থেকে ৬৪ জন পরীক্ষায় বসেছিলেন। তারমধ্যে ২৪ জনই জায়গা করে নিয়েছে মেধা তালিকায়। চতুর্থ সেমেস্টারেও একই ধারা বজায় রাখতে চান তাঁরা।  এবার ৮ সেপ্টেম্বর – ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছিল পরীক্ষা। চলতি বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ৬ লক্ষ ৬০ হাজার। এবারের পরীক্ষার সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্য শিক্ষানীতি মেনে হয়েছে এই পরীক্ষা। এই প্রথমবার স্কুল স্তরের কোনও পরীক্ষায় পরীক্ষার্থীরা  ওএমআর শিটে পরীক্ষা দিয়েছে। প্রচলিত পদ্ধতিকে ভেঙে নতুন নিয়মে হয়েছে পরীক্ষা। গোটা রাজ্যে মোট ১২২-টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি ভাষায় প্রশ্নপত্র তৈরি হয়েছে। সেপ্টেম্বরে পরে মার্চে হবে ফের উচ্চমাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ