এই মুহূর্তে




হরিদেবপুরে শ্যুটআউটের ঘটনায় পুলিশের জালে এক শ্যুটার বাপ্পা

নিজস্ব প্রতিনিধি : হরিদেবপুরে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার আরও ১। এই ঘটনায় বাপ্পা দাস নামে এক শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মূল অভিযুক্ত বাবলু ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। মহিলাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বাপ্পা নাকি বাবলু উঠছে প্রশ্ন। বাপ্পার সঙ্গে বাবলুর যোগাযোগ রয়েছে। খুনের চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার কবরডাঙ্গায় খাল পাড় থেকে। বাপ্পার সঙ্গে কোনও রফা হয়েছিল কিনা জানতে চাইছে পুলিশ।

জানা গিয়েছে বছর ৩৮ এর মৌসুমী হালদার হরিদেবপুর এলাকার বাসিন্দা। সোমবার সকালে তিনি রাস্তায় বেরিয়ে ছিলেন প্রতঃভ্রমণে। বাইক করে এক যুবক এসে আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর সঙ্গে সঙ্গে তার পিঠে গুলি লাগলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসে। গুলি করেই পালিয়ে যায় আততায়ী। সঙ্গে সঙ্গে মহিলার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন মহিলার পরিবার। তাকে প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইঘটনার সাড়ে ৩ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত বাবলু ঘোষকে ধরেছে পুলিশ। অভিযুক্ত আক্রান্ত মহিলার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ না থাকলেও গোটা পাড়ার ফুটেজ দেখে, স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সম্পর্ক থেকে দীর্ঘদিন ধরে বেরিয়ে আসতে চেয়েছিলেন মৌসুমীদেবী। সেই নিয়ে বাবলু ও মৌসুমীদেবীর মধ্যে অশান্তি হত। রবিবার রাতেও অশান্তি চরমে ওঠে। এরপরেই সোমবার গুলিবিদ্ধ হন মৌসুমী হালদার। তারপরেই বাবলু ঘোষকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে বাপ্পা দাসের। সে একজন শ্যুটার। স্থানীয়রা একজনকে বাইকে হেলমেট পড়া অবস্থায় গুলি চালাতে দেখেছে। সেটি বাপ্পা নাকি বাবলু সেটাই জানার চেষ্টা চলছে। বাপ্পা ও বাবলুর মধ্যে কোনও রফা হয়েছিল কিনা সেটাও জানার চেষ্টা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ