এই মুহূর্তে




হরিদেবপুরে শ্যুটআউট, গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু ঘোষ

নিজস্ব প্রতিনিধি : হরিদেবপুরে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। বাবলু ঘোষ নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সাড়ে ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে ধরেছে পুলিশ। অভিযুক্ত আক্রান্ত মহিলার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ না থাকলেও গোটা পাড়ার ফুটেজ দেখে, স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, বাবলু ঘোষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়েছিল মৌসুমী হালদার নামে ওই মহিলার। কিন্তু সম্প্রতি, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন মৌসুমী হালদার। তখন থেকে সমস্যার সূচনা। রবিবার রাতেও দুজনের মধ্যে অশান্তি হয়েছে বলে জানা গিয়েছে। তারপরেই সোমবার সাতসকালে শহর শ্যুটআউট। ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। গুরুতর জখম অবস্থায় এমআর বাঙুরে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পরে তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে বছর ৩৮ এর মৌসুমী হালদার হরিদেবপুর এলাকার বাসিন্দা। সোমবার সকালে তিনি রাস্তায় বেরিয়ে ছিলেন প্রতঃভ্রমণে। বাইক করে এক যুবক এসে আচমকাই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর সঙ্গে সঙ্গে তার পিঠে গুলি লাগলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসে। গুলি করেই পালিয়ে গিয়েছে আততায়ী। সঙ্গে সঙ্গে মহিলার বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন মহিলার পরিবার। তাকে প্রথমে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।

স্থানীয়দের কথা শুনে, পাড়ার সিসিটিভি দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। কেন এই হামলা চালানো হয়েছে, সেই বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত বাবলু ঘোষকে। ঘটনার সময় তিনি একাই ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ