24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:14 am
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে কম্বল বিতরণ ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। ফের পুলিশের মানবিকতার মুখ দেখল সাধারণ মানুষ। শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উদ্যোগে মঙ্গলবার ভক্তিনগর ট্রাফিক গার্ড (Bhaktinagar Traffic Guard)দপ্তর প্রাঙ্গণে দু:স্থ অসহায় মানুষদের হাতে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি এদিন একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিশনার অফ পুলিশ অখিলেশ কুমার চতুর্বেদী(IPS), ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক)অভিষেক গুপ্তা(IPS), অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রীমতি পূর্ণিমা শেরপা(WBPS), অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক (ইস্ট)পাসাং তপগে ভুটিয়া, ইন্সপেক্টর ইনচার্জ ভক্তিনগর পুলিশ স্টেশন অমরেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এর আগে জঙ্গলমহলসহ রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেছে পুলিশ প্রশাসনকে। জঙ্গলমহলে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের কেন্দ্র খুলে দিয়েছে পুলিশ।
শুধু তাই নয় ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি দু:স্থদের শীতে কম্বল বিতরণ করেছে সেখানকার প্রশাসন। এবার ঝাড়গ্রামের প্রশাসনের পথেই হাঁটলে শিলিগুড়ি পুলিশ। কনকনে ঠান্ডায় গরিবদের হাতে তুলে দেওয়া হলো রংবেরঙের কম্বল(Blunket)। এর পাশাপাশি ক্যাম্প থেকে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে প্রচার ও চালানো হয়।এদিন মোট ৬০ জন দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়।