এই মুহূর্তে




চিকিৎসকদের কর্মবিরতির কালে গ্রাম বাংলায় ত্রাতা পঞ্চায়েত দফতরের Smart Clinic

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার(R G Kar Incident) জেরে কর্মবিরতি শুরু করেন রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। তার দরুণ প্রায় ১০ লক্ষ মানুষ যেমন সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন তেমনি বেশ কয়েকজন বিনা চিকিৎসায় মারাও গিয়েছেন। এই অবস্থায় গ্রাম বাংলার(Rural Bengal) ত্রাতা হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পরিকল্পনা মাফিক চালু করে রাজ্যের পঞ্চায়েত দফতরের(Panchayat Department) অধীনে থাকা Smart Clinic-গুলি। তথ্য বলছে, এই দেড় মাসে গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা Smart Clinic-গুলিতে মানুষের আসাযাওয়া বেড়েছে। তাঁরা চিকিৎসা পরিষেবা নিচ্ছেন এই সব Smart Clinic-গুলি থেকে। রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকদেরও অভিমত, ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে Smart Clinic-গুলির।

আরও পড়ুন, দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বড়নগর গ্রাম

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে রাজ্যের ১২৫০টি গ্রাম পঞ্চায়েতে Smart Clinic পরিষেবা চালু হয়। রাজ্যের পঞ্চায়েত দফতরের অধীনেই সেই সব ক্লিনিক চালু করা হয়েছিল। এখন সেই দফতরের তথ্য বলছে, চালু হওয়ার পর প্রথম ৬ মাসের মধ্যেই এই সব ক্লিনিক থেকে চিকিৎসা পরিষেবা নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। এক-একটি ক্লিনিকে প্রতি মাসে গড়ে ৫০০-৬০০ করে রোগী এসেছেন। এই ক্লিনিকগুলিতে মূলত আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং ইউনানি চিকিৎসা হয়। প্রসঙ্গত, পঞ্চায়েত স্তরে এই Smart Clinic-কের প্রচলন আগেই ছিল। কিন্তু মাঝে এই পরিষেবা একেবারে ভেঙে পড়েছিল। গত বছর থেকে পঞ্চায়েতে এই পরিষেবা ফের চালুর জন্য কথাবার্তা শুরু হয়। অবশেষে মার্চ মাসে রাজ্যের পঞ্চায়েত দফতর ঠিক করে, ১২৫০টি স্মার্ট ক্লিনিক চালু করা হবে রাজ্যজুড়ে। যেখানে যেখানে চিকিৎসক ছিলেন না, সেখানে নতুন করে নিয়োগ করা হয়। শুধু তাই নয়, কলকাতার সরকারি হাসপাতালগুলির মতো Smart Clinic-গুলিতেও Online-এ টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে এখানে।

আরও পড়ুন, ‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

এখন রাজ্যের স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকা মেনে সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং হাসপাতাল সহ মেডিকেল কলেজগুলিতে যারা চিকিৎসা করাতে আসেন তাঁদের Prescription Online-এ Upload করতে হয়। এর ফলে স্বাস্থ্য দফতর জানতে পারে কোন হাসপাতালে ঠিক কতজন রোগী কী কী পরিষেবা নিয়েছেন। পঞ্চায়েত দফতরের অধীনে থাকা Smart Clinic-গুলির ক্ষেত্রেও সেই একই নিয়ম চালু করা হয়েছে। ফলে, এক্ষেত্রেও রাজ্যের পঞ্চায়েত দফতরের আধিকারিকেরা জানতে পারেন, কবে কোন পঞ্চায়েতে একজন ডাক্তার কতজন রোগী দেখছেন। আগে এই হিসেব রাখা যেত না বলে অনেকেই ফাঁকি দিতেন বলে অভিযোগ। ডাক্তাররা যাতে অনলাইনে প্রেসক্রিপশন আপলোড করতে পারেন, তার জন্য আলাদা করে তাঁদের প্রশিক্ষণও দিয়েছিল জেলা প্রশাসন। পঞ্চায়েত দফতরের তৈরি করা রিপোর্টে দেখা গিয়েছে, রাজ্যের Smart Clinic-গুলিতে প্রতিদিন ভালো ভিড় হচ্ছে এবং সেই ভিড় নিত্যদিনই বাড়ছে। আর জি করের ঘটনার প্রতিবাদে গত মাস থেকে রাজ্যের বড় সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি শুরু হয়েছে। এই অবস্থায় অনেকেই পঞ্চায়েতের এই ক্লিনিকে গিয়ে চিকিৎসা করিয়েছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তমীতেও ভোগাবে অসুর বৃষ্টি, ১০ জেলায় সতর্কতা

বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

নদিয়া জেলার কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান?

গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

‘নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন’, মাও পোস্টার বরাবাজারে

ষষ্ঠীর দিনে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দগ্ধ দেহ, বীরভূম জুড়ে ছড়িয়েছে উত্তেজনা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর