এই মুহূর্তে

ধূপগুড়িতে মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গেলেন জেলা পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি: ধূপগুড়ি থেকে জম্মুতে কাজ করতে গিয়েছিলেন প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। এদের মধ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের, খবর এমনটাই। এই খবর পাওয়া মাত্র ধূপগুড়ি এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতদের বাড়ি গধেয়ার কুঠি অঞ্চল ও মাগুরমারী এলাকায়। সেই সব পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গেলেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। দেহ ফিরিয়ে আনতে তৎপর প্রশাসন।

জানা গিয়েছে, ধূপগুড়ি থেকে জম্মুর রাম্বনে এলাকায় কাজ করতে গিয়েছিলেন প্রায় ১২ জন পরিযায়ী শ্রমিক। গত ৩ মে তাঁরা বাড়ি থেকে রওনা দিয়েছিলেন কাজের বরাত পেয়ে। গত ১৯ মে রাতে ওই শ্রমিকেরা কাজ করছিলেন টানেল তৈরির। সেই সময় হঠাৎ করে নামে ধস। মাটি চাপা পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। জানা গিয়েছে, রাত প্রায় ১১ টা ৩০ মিনিট নাগাদ নামে ধস। তাতেই মৃত্যু হয় শ্রমিকদের। মৃতদের মধ্যে ৫ জন ধূপগুড়ি থানা এলাকার। মৃতদের মধ্যে ৩ জন গধেয়ার কুঠি অঞ্চল চরচরা বাড়ি এলাকার বাসিন্দা এবং ২ জন মাগুরমারী- ২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিক পাড়া এলাকার বাসিন্দা। এমনটাই খবর পাওয়া গিয়েছে। সেই ৫ জনের বাড়িতে যান জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। তাঁর সঙ্গে বাড়ি বাড়ি যান পুলিশের একটি দল। এই প্রসঙ্গে তিনি বলেন, ধূপগুড়ি থেকে জম্মু ও কাশ্মীরে কাজ করতে গিয়েছিলেন ৫ শ্রমিক। তাঁদের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। ধস নামার ফলে নিখোঁজ সেই শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। করা হচ্ছে তথ্য সংগ্রহ। পুলিশ প্রশাসন এই সব পরিবারের পাশে সবসময় থাকবে। আরও জানানো হয়েছে, যোগাযোগ করা হচ্ছে জম্মুতে।

মৃতদের নাম, পরিমল রায় (৩৫), দীপক রায় (৩০), সুধীর রায় (৩১), যাদব রায় (২৩) এবং গৌতম রায় (২২)। প্রথম ৩ জনের বাড়ি গাধের কুঠি এলাকার ভাণ্ডানি এলাকায়। যাদব এবং গৌতমের বাড়ি মাগুরমারী- ২ গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়া এলাকায়। এই ২ জায়গায় নেমে এসেছে কান্নার রোল। যদিও জম্মু ও কাশ্মীর থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, খবর লেখা পর্যন্ত।

মৃতদের দেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার ও স্থানীয় প্রশাসন। যোগাযোগ করা হচ্ছে জম্মুতে। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার (SP) দেবর্ষি দত্ত ইতিমধ্যেই পেয়েছেন ধূপগুড়ির এই ৫ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর। জানা গিয়েছে, মৃতদের দেহের ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় কেউ নিখোঁজ কি না তাও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে খতিয়ে দেখছে পুলিশ (Police)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর