এই মুহূর্তে




বহরমপুরে বিভীষিকা! জন্মদিনের পার্টিতে আচমকাই গুলিবিদ্ধ ১, গ্রেফতার ১৪

courtesy: Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর : জন্মদিন উপলক্ষ্যে পার্টির আয়োজন করা হয়েছিল। সেই আনন্দের উৎসবই মুহূর্তে বদলে গেল বিষাদে। জন্মদিনের অনুষ্ঠানেই চলল গুলি। তারজেরে গুলিবিদ্ধ হয়েছেন ১জন। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ১৪ জন। প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও ১১ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, গত বুধবার বহরমপুর থানার ফাঁসিতলা এলাকার একটি গুদামে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে ২-৩০ জন হাজির ছিলেন। অনুষ্ঠান চলছিল নিজের তালে। আচমকাই সেখানে শুরু হয় বচসা। সেই সময় আচমকাই গুলি চলে বলে অভিযোগ। সেই সময় পার্টিতে হাজির থাকা সৌরভ রায় নামে একজনের পায়ে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শু হয় তাঁরা। এই ঘটনার পরে  একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়েই প্রথমে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ আধিকারিকরা। ৩জনকে বহরমপুর সিজিএম আদালতে পাঠানো হলে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে তাদের। এই ঘটনায় আরও ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই লালবাগের আমানিগঞ্জ এলাকার বাসিন্দা। এই ধৃত ১১ জনকে কোর্টে পাঠায় পুলিশ। তাদেরকেও নিজেদের হেফাজতে নিতে চাইছে তদন্তকারী অফিসাররা।

জন্মদিনের পার্টিতে কীভাবে বন্দুক নিয়ে ঢুকেছিল, কেন বচসা শুরু হয়েছিল, কে বা কারা গুলি চালিয়েছিল সবটাই জানার চেষ্টা চলছে। জন্মদিনের পার্টি কার ছিল, কে বা কারা এই পার্টির আয়োজন করেছিল, সবটা নিয়েই তদন্ত শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ