নিজস্ব প্রতিনিধি: জাতির জনক মহাত্মা গান্ধির জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্বেও কাজের দিনে সরকারি দফতরে আসা মানুষের হয়রানি কমানোর জন্য খোলা রাখা হল বালুরঘাটের ভুমি ও ভুমি রাজস্ব দফতর। শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার্থে ছুটির দিনেও অফিস খোলা রেখে কর্মসংষ্কৃতির অনন্য নজির গড়লেন ভুমি ও ভুমি রাজস্ব দফতরের অধিকর্তারা।
রাজ্য সরকারি কর্মসংষ্কৃতির ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরেই কর্মীদের বিষয়ে একটা কথা খুব প্রচলিত ছিল। তা হল, ‘আসি যাই মাইনে পাই’। যদিও পরবর্তীতে সে চিত্রটা অনেকখানিই পাল্টেছে।পাশাপাশি আজকাল সরকারের নানান প্রকল্প চালু হওয়ায় সরকারি দফতর গুলিতেও কাজের চাপ বেড়েছে। কিন্তু তাতেও বহু মানুষের অভিযোগ, চাপের দরুন দফতরগুলিতে সরকারি পরিষেবা নিতে আসা মানুষজন তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনেক ক্ষেত্রেই ঠিকঠাক সময়ের মধ্যে পাচ্ছেন না। ফলে তাঁদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
সেদিকে লক্ষ্য রেখেই দক্ষিন দিনাজপুর জেলার ভূমি ও ভূমি রাজস্ব দফতরে শনিবার সরকারি ছুটির দিনেও অফিস খোলা রেখে পড়ে থাকা কাজ দ্রুত করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দফতর সুত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত মিউটেশনের জন্য প্রায় ১৭ হাজার আবেদন জমা পড়েছিল। মানুষজন সময় মতো অফিসে এসেও খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন। পাশাপাশি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক থেকে শুরু করে অন্য উচ্চ পদস্থ আধিকারিকগন বদলি হয়ে এই জেলায় আসার পরই নির্দেশ দেন বাকি থাকা দ্রুত শেষ করতে হবে। আর সেই কাজ সারতেই স্নিব্র অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানালেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বালুরঘাট ব্লক অফিসের ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস বিশ্বাস। তিনি আরও জানান, কর্মী কম থাকলেও মানুষকে পরিষেবা দিতে শনিবারের পাশাপাশি আগামীকাল অর্থাৎ রবিবারও কাজ করবেন তারা ।যার ফলে ১৭ হাজার ফাইলের মধ্যে এখন মাত্র ৩ হাজারের একটু বেশী ফাইলের কাজ বাকি রয়েছে। আর তাই পরিস্থিতি অনেকটাই কাজের ক্ষেত্রে স্বাভাবিক বলেই তিনি জানালেন।