এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কড়া নিরাপত্তার বেষ্টনীতে ভোট গণনা শুরু ধূপগুড়িতে, এগিয়ে তৃণমূল

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হাজির হয়েছে সেই অমোঘ দিন। শুক্রবার সকাল থেকেই রাজ্যবাসীর চোখ উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের দিকে। কেননা এদিন সেখানে উপনির্বাচনের(Dhupguri By Election 2023) ফলাফল ঘোষিত হতে চলেছে। গত ৫ তারিখ এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেদিকে সকলের নজর রয়েছে। এদিন সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু হয়েছে ভোট গণনা। সূত্রে জানা গিয়েছে, পোস্টাল  ব্যালেটের রায়ে এগিয়ে রয়েছেন তৃণমূল(TMC) প্রার্থী নির্মলচন্দ্র রায়। 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এ বার ত্রিমুখী। তিন জনই রায়। তিন জনই রাজবংশী। কারণ এই আসনের ভোটারদের বড় অংশই রাজবংশী। সেই অঙ্ক মাথায় রেখেই বরাবর সব দল প্রার্থী দেয় এখানে। এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা প্রাক্তন শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। বিজেপি প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। একটা বড় সময় ধরে এই বিধানসভা কেন্দ্র ছিল বামেদের দখলে। ১৯৭৭ সাল থেকে ২০১৬ অবধি একটানা এই আসন ধরে রেখেছিল বামেরা। কিন্তু সেই বছরের বিধানসভা নির্বাচনে ওই আসন বামেদের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসন থেকে প্রায় ১৪ হাজার ভোটের লিড পেয়েছিল বিজেপি(BJP)। একুশের ভোটে সেই লিড ৪ হাজারে নেমে দাঁড়ালেও সেখানে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এবারের উপনির্বাচন।

চলতি বছরেই হয়ে যাওয়া সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গিয়েছিল প্রথা ভেঙে শাসক শিবিরকে প্রাস্ত করেছিল বিরোধী শিবির। সেই নির্বাচনের গণনার দিন দেখা গিয়েছিল সরকারি কর্মচারীদের সমর্থন ছিল বিরোধী শিবিরের দিকেই। পোস্ট্যাল ব্যালটে সেখানে এগিয়ে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সেই লিড তিনি কিন্তু আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছিলেন সব কটি রাউন্ডে। শেষ পর্যন্ত তিনি সেখানে জয়ীও হন। তবে সেই ঘটনার ৩ মাসের মধ্যে তিনি যোগ দেন তৃণমূলে। এদিন ধূপগুড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে পোস্ট্যাল ব্যালটে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মচারীদের যে সমর্থন রাজ্যের শাসক দল সাগরদিঘীতে পায়নি, এবারে কিন্তু সেই সমর্থন তৃণমূল পাচ্ছে ধূপগুড়িতে। দেখার বিষয় এই লিড তৃণমূল প্রার্থী বাকি রাউন্ডগুলিতে ধরে রাখতে পারেন কিনা। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১৫ রাউন্ড গণনা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘৪৮ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাদের জবাব দিতে হবে’, সন্দেশখালি কাণ্ড নিয়ে বিস্ফোরক  অভিষেক

দাদাগিরি! মেজাজ হারিয়ে মহকুমা শাসককে ধাক্কা রাহুল সিনহার

‘সন্দেশখালির ঘটনা পুরোটাই বানান’, বিজেপিকে তোপ অভিষেকের

বঙ্গে তৃতীয় দফার লোকসভা ভোটে ঘনিয়ে আসছে প্রাকৃতিক দুর্যোগ, সর্তকতা জারি

শান্তনুকে হারাতে মতুয়াদের ওপরেই আস্থা সুমিতার

দাবদাহের মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠ ঘাটের চাষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর