এই মুহূর্তে




রবি রাতে গুলিতে ঝাঁঝরা তৃণমূল কর্মী, অশান্ত হরিহরপাড়া

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ভোট মিটতেই বাংলার(Bengal) বুকে একের পর কংগ্রেস প্রভাবিত জেলায় খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা(TMC Workers)। রবিবার রাতে মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) হরিহরপাড়ায় গুলি করে খুন(Murder) করা হয়েছে এক দুধ ব্যবসায়ী তথা তৃণমূল কর্মীকে। মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ। রবিবার রাত বারোটা নাগাদ সনাতন ঘোষ সহ আরও দু’জন দুগ্ধ ব্যবসায়ী বাইকে করে গজনীপুর থেকে পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। তখনই গজনীপুর ও শ্রীপুরের মধ্যবর্তী মাঠ এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইক দাঁড় করিয়ে খুব কাছ থেকে সনাতনকে গুলি করে(Shootout)। সনাতনের দেহে একাধিক গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের খবর। গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে সনাতনকে বহরমপুর শহরে থাকা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহারপাড়া(Hariharpara) থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ঘটনাটিকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে হরিহরপাড়ায় উত্তেজনা রয়েছে। সনাতন এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন। মৃতের পরিবার ঘটনাটিতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। কে বা কারা গুলি করেছে, গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, হরিহরপাড়া যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই বহরমপুরে এবার ইন্দ্রপতন ঘটে গিয়েছে। তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা ৫ বারের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তার পরে পরেই হরিহরপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের যোগ রয়েছে। কেননা, সনাতনকে এর আগে একাধিকবার বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু সনাতন তৃণমূল ছেড়ে পদ্মফুলে যেতে চাননি। সম্ভবত তারই মাশুল গুণতে হল তাঁকে। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদহে চোলাই খেয়ে মৃত্যু হল আদিবাসী গৃহবধুর

মেয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে বাবা-মাকে গ্রাম ছাড়া করে বাড়ি দখলের অভিযোগ

শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে ১৫ হাজার কর্মসংস্থান, ঘোষণা মমতার

শেষকৃত্যের প্রস্তুতির মাঝেই বিপত্তি, সন্দেহজনক কী দেখেই দেহ নিয়ে ছুটল পুলিশ?

পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে খুন হল শাশুড়ি বৌমা,আহত শ্বশুর

শালবণি পৌঁছেই ঘুরে দেখলেন জিন্দল কারখানা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর