এই মুহূর্তে

নিপা ভাইরাসে আক্রান্ত বারাসতের দুই নার্সের উপর ২৪ ঘণ্টা নজরদারি

নিজস্ব প্রতিনিধি: নিপা ভাইরাসে আক্রান্ত বারাসতের দু’জন নার্স। সোমবার (১২ জানুয়ারি) এই খবর পাওয়া গিয়েছিল। এই প্রথম রাজ্যে নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলল। বারাসত এলাকার যে হাসপাতালের কর্মী তাঁরা, আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এখন কেমন আছেন তাঁরা? জানা গিয়েছে, দু’জনেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের হাসপাতালের আইসিইউ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। যাতে তাঁদের দেহ থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষ কড়া সতর্কতা জারি করেছে। নির্দেশ অনুসারে, হাসপাতালের সমস্ত কর্মী ও চিকিৎসকদের মাস্ক পরা বাধ্যতামূলক। নিরাপত্তা কর্মীদেরও মাস্ক পরতে হবে। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় যাঁরা আসছেন, তাঁদেরকেও মাস্ক পরে হাসপাতালে থাকতে হবে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

আপাতত নিপা ভাইরাসে আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মীর চিকিৎসা করতে পিপিই কিট পরে যেতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। অর্থাৎ সেই একই নিয়ম ফিরছে, যেগুলি কোভিডের সময়ে চালু ছিল। সে সময় যা যা নিয়ম ও নির্দেশিকা চালু ছিল হাসপাতালগুলিতে, সেই একই নিয়ম মানতে হচ্ছে হাসপাতালের কর্মীদের। আক্রান্ত নার্সদের ২৪ ঘণ্টা মনিটারিংয়ে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, দু’জনের শারীরিক অবস্থার কোনও অবনতি না হলেও, কোনওরকম উন্নতিও হয়নি। ৫ জানুয়ারি থেকে তাঁরা শারীরিকভাবে অসুস্থবোধ করেছিলেন। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন, আক্রান্ত দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে। সোমবার সকালে রাজ্য সরকারের তরফে ওই দুই আক্রান্তের ওপর নজরদারি করতে টিম পাঠানো হয়েছে। যে এলাকায় আক্রান্তদের বাড়ি, সেই এলাকায় নজরদারি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজে মনিটরিং করছেন গোটা বিষয়টি।

রাজ্যের মুখ্য সচিব আরও বলেছেন, এই ভাইরাস বাদুড় থেকেই আসে। তাই বাদুর যা খায় সেগুলির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে জনচেতনা বাড়াতে বিশেষ হেল্পলাইন খোলা হয়েছে। সংশ্লিষ্ট নম্বরগুলি হল ০৩৩২৩৩০১৮০ ও ৯৮৭৪৭০ ৮৮৫৮। এই বিষয়ে ইতিমধ্যে কন্ট্রাক্ট ট্রেসিং-এর কাজ শুরু হয়েছে। ওই দুই আক্রান্ত পূর্ব বর্ধমানে গিয়েছিলেন। সেখান থেকেই দু’জন নার্সের এই রোগ ধরা পড়েছে। গোটা পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হচ্ছে। বাদুড় যা খায় তার থেকে সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর। সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ভাইরাস আটকানোর জন্য সচেতনতার প্রয়োজন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

কলকাতার এন্টালি থেকে গোটা দেশে পাচার ও মাদক তৈরির কিং পিন গ্রেফতার

‘‌কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা সময়ের অপেক্ষা’‌, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসু সহ পরিবারের সদস্যদের

SIR আতঙ্কে মৃত্যু মেচেদার বৃদ্ধ ভোটার মৃত্যুঞ্জয় সরকারের

‘‌গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলার একদিন অবসান হবে’‌, বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ