এই মুহূর্তে

বর্ধমানের এই স্কুলকে জাতীয় স্কুল করার দাবি, চিঠি মোদি-মমতাকে

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার দক্ষিণ সদর মহকুমার জামালপুর(Jamalpur) ব্লকের গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে ওই স্কুলকে ‘জাতীয় স্কুল’(National School) ঘোষণার দাবি জানিয়ে চিঠি দেওয়া হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। পাশাপাশি রাজ্য শিক্ষা দফতর, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও রাজ্যপালের কাছেও এই দাবি জানিয়ে চিঠি দিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়। এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রাক্তন পড়ুয়া সহ শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি তুলেছেন এই স্কুলকে ‘জাতীয় স্কুল’ হিসেবে ঘোষণা করার জন্য। চলতি বছরের জানুয়ারিতে শতবর্ষ অতিক্রম করেছে গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়।

জাতীয় স্কুল হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় এদিন জানিয়েছেন, স্বাধীনতার ইতিহাসের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে এই স্কুলের। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে ১৯২২ সালের ৫ জানুয়ারি এই স্কুলটির প্রতিষ্ঠা হয়। দুই ভাই অবিনাশচন্দ্র হালদার ও ভূষণচন্দ্র হালদার স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। তাঁদের ইচ্ছায় ব্রিটিশ-বিরোধিতায় এই স্কুলে ছুটি দেওয়া হয় না রবিবার। পরিবর্তে স্কুল ছুটি থাকে সোমবার। ভারতবর্ষে ব্রিটিশ-বিরোধিতায় ইংরেজি পড়ানোও বন্ধ রাখা হয় বাংলার এই স্কুলে। এরপর ১৯২৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই স্কুল অনুমোদন পাওয়ার পর ইংরেজি পঠনপাঠন চালু হয়। আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন রশিদ আলিকে ব্রিটিশ সরকার কারাদণ্ড দেওয়ায় ১৯৪৬ সালে এই স্কুলের পড়ুয়ারা রশিদ আলি দিবসেও অংশগ্রহণ করেছিল।

গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীরকুমার ঘোষাল জানান, চলতি বছরের জানুয়ারিতে শতবর্ষ অতিক্রম করেছে এই বিদ্যালয়। স্কুলের ১০১ তম প্রতিষ্ঠা দিবসের পর স্কুলের পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়, এই স্কুলকে জাতীয় স্কুল হিসেবে স্বীকৃতি দিতে সংশ্লিষ্ট সব জায়গায় আবেদন জানানো হবে। এরপরই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ সংশ্লিষ্ট সব দপ্তরে জাতীয় স্কুলের স্বীকৃতির জন্য আবেদন করেন প্রধান শিক্ষক। পড়ুয়া শিক্ষক এবং এলাকাবাসীর এই দাবির স্বীকৃতি মেলে কি না এখন সেই অপেক্ষা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় ৮ তৃণমূল নেতাদের তলব করল এনআইএ

রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

‘দিদিকে’ ভালোবেসে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখনে ব্যস্ত অশীতিপর বোস দা

প্রচারে নেমেই স্থানীয় ‘ঠাম্মা’-কে জড়িয়ে ধরলেন রচনা

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

সুকান্তের জেলায় ভোট প্রশিক্ষণে গরহাজির ৭০০ কর্মীকে শোকজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর