28ºc, Haze
Friday, 24th March, 2023 9:14 pm
নিজস্ব প্রতিনিধি: বেনজির আক্রমণ চালাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (VISVA BHARATI UNIVERSITY)। নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়। বিবৃতি দিয়ে তোপ দাগল বিশ্ববিদ্যালয়। অন্যদিকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বড় অংশ।
জমি ইস্যুতে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়। দাবি, ‘প্রতীচী’র ১৩ ডেসিমেল জায়গা বিশ্বভারতীর। অন্যদিকে নোবেলজয়ী অমর্ত্য সেনের দাবি, এই জমি লিজ নিয়েছেন তাঁর বাবা। উপাচার্য জমি নিয়ে অভিযোগ তোলার পরে দাবি করেন, অমর্ত্য সেন নোবেল পাননি। রাজ্য তথা দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়েছে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে। এই প্রসঙ্গে বিএলআরও জানিয়েছেন, জমি আসলে অমর্ত্য সেনের।
রাজ্য পাশে দাঁড়িয়েছে প্রবীণ অর্থনীতিবিদের। মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি এসে সাক্ষাৎ করেছেন। রাজ্য জেড প্লাস নিরাপত্তা দিচ্ছে নোবেলজয়ীকে। বুধবার বোলপুর থেকে মুখ্যমন্ত্রী কারও নাম ও পদের উল্লেখ না করেই বলেন, বিশ্বভারতীর অবস্থা ও উপাচার্যকে নিয়ে তিনি চিঠি দেবেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বলেন, গর্বের বিশ্বভারতীর কী হাল হয়েছে। তিনি বলেন, পড়ুয়ারা কাঁদছেন। কষ্টে আসছেন। চলছে সাসপেন্ড এবং বসিয়ে দেওয়া। আরও বলেন, বিশ্বভারতীর আশ্রমিকরা কষ্টে আছেন। এই প্রসঙ্গে উঠে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সুপ্রিয় ঠাকুরের কথা। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর বাড়ির সামনেও পাঁচিল তুলে দেওয়া হয়েছে। অভিযোগ তোলেন ‘ গৈরিকীকরণ’ হচ্ছে। আর তার কয়েক ঘণ্টা পরেই বিবৃতি দেয় বিশ্বভারতী।
বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী চোখ নয় কান দিয়ে দেখেন। আরও লেখা, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ না থাকলেই সুবিধা। লেখা, বিশ্বভারতী প্রধানমন্ত্রীর মতাদর্শে চলতে অভ্যস্ত। এরপরেই বিক্ষুব্ধ পড়ুয়াদের অভিযোগ, ‘বিজেপি বান্ধব’ উপাচার্য- এই অভিযোগ আবারও সত্য প্রমাণিত হলো। উপাচার্যের বিরুদ্ধে যারা ‘স্বেচ্ছাচারিতা’র অভিযোগ তুলেছিলেন তাঁদের অভিযোগ, বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশ্বভারতী গেরুয়া রাজনীতিতে আক্রান্ত।