এই মুহূর্তে




‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: কর্মরত যে সকল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা টেট-উত্তীর্ণ হতে পারেননি নন, তাঁদের পুনরায় পরীক্ষায় বসতে হবে- একথা আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যদি চাকরি করতেই হয় তাহলে টেট পাশ করতেই হবে। শীর্ষ আদালতকে এবার এই রায় নিয়ে একবার ভাবনা চিন্তার অনুরোধ করার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। স্কুলশিক্ষা দফতর থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে। এখন অপেক্ষা নবান্ন থেকে আসা গ্রিন সিগন্যালের। সঙ্কেত মিললেই আদালতে রায় পুনর্বিবেচনার অনুরধ জানানো হবে।

সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে ভারতের বিবিধ রাজ্য। উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও এবার হয়তো সেই পথেই হাঁটবে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে রাজ্যের শিক্ষক মহলে বিতর্ক তৈরি হয়েছে। আসলে অনেকেই রয়েছেন যারা গত ১৫ থেকে ২০ বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন। তাঁরাও এই নির্দেশের আওতায় পড়ছেন। ফলে তাদের অনেকেই চাকরি হারানোর ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। সুপ্রিম নির্দেশ মানলে রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে। এর প্রভাব প্রাথমিক স্তরের পঠনপাঠনে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সকল শিক্ষক শিক্ষিকা এবং প্রাথমিক স্তরের পঠনপাঠনের কথা ভেবে বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন ধরেই রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর জন্য সরকারের কাছে দরবার করছে। এবার সেই কাজেই অগ্রসর হতে চাইছে রাজ্য। সুপ্রিম কোর্ট রায় দানের পর বাংলায় শুরু হয়েছে তৎপরতা। সেপ্টেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছে।

সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে চাকরি রাখা তো বটেই, চাকরিতে পদোন্নতি পেতে গেলেও টেট পরীক্ষায় পাশ করা জরুরি। আগামী দু’বছরের মধ্যে টেট-উত্তীর্ণ হবেন যাঁরা, তাঁদের চাকরি বজায় থাকবে। না হলে সংশ্লিষ্ট শিক্ষককে চাকরি ছেড়ে দিতে হবে। এছাড়া আরও একটি রাস্তা হল অন্তিম সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করা। যে সকল শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন, তাঁদের টেট উত্তীর্ণ না-হলেও চলবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটর্সদের, কিন্তু কেন…

জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ,দিঘাগামী পর্যটকদের গাড়ি আটকে রয়েছে ,ব্যাপক যানজট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ