এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পারা পতন সাময়িক, নিম্নচাপ ও ঝঞ্ঝার দাপটে ধাক্কা খাবে শীত

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়াবিদরা আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন পারা পতনের। সেই ইঙ্গিতের বাস্তবায়ন ঘটেছে রবি সকালে। খাস কলকাতায়(Kolkata) সর্বনিম্ন পারা নেমেছে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে এই প্রথম কলকাতার বুকে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে পারা ২০ ডিগ্রির নীচে নামল। এদিন ভোরে কলকাতার বুকে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের দাবি চলতি সপ্তাহে এই সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি নীচে নামবে। কিন্তু এই পারা পতন শীত(Winter) নয়। বঙ্গের বুকে শীত আসতে ও তা থিতু হতে নয়া বছর চলে আসবে এবারে। কেননা শীতের পথে কাঁটা বিছোতে সাগরে(Bay of Bengal) যেমন নিম্নচাপের ভ্রকুটি দেখা যাচ্ছে তেমনি দেশের উত্তর-পশ্চিম প্রান্তে হাজির হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা(Western Disturbance)। আর তার জেরে আগামী শুক্রবার থেকেই এই পারা আবারও চড়তে শুরু করে দেবে। শুধু এই সপ্তাহেই নয়, দিল্লির মৌসম ভবনের(Mausam Bhawan) দাবি, এবারে পুরো শীতের মরশুম বাংলার ক্ষেত্রে ধাক্কা খেতে পারে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের বৃষ্টির জেরে। হাড় কনকনে ঠাণ্ডা এবারেও কার্যত অধরা থেকে যাবে বঙ্গবাসীর কাছে। তবে শীতের আমেজ তাঁরা উপভোগ করতে পারবেন।  

আরও পড়ুন ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

গত সপ্তাহের শুক্রবার পর্যন্ত খাস কলকাতার বুকে সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলিয়ে অবশ্য শনিবার রাত থেকেই পারদ পতন শুরু হয়েছে কলকাতায়। আজ কালের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই বাংলার বুকে এখন হু হু করে ঠাণ্ডা হাওয়া ঢুকবে উত্তর ভারত থেকে। তার জেরে খাস কলকাতায় যেমন চলতি সপ্তাহে পারা পতন দেখা যাবে তেমনি পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে পারা ১৫ ডিগ্রির নীচে নেমে যেতেও দেখা যাবে। কিন্তু তার মানে এই নয় যে শীত এসে গেল বা শীত পড়ে গেল। বাংলার বুকে বর্ষা প্রবেশের নির্দিষ্ট দিনক্ষণ আছে। কিন্তু শীতের ক্ষেত্রে তা নয়। খাস কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে গেলে তখনই ধরা হয় বঙ্গে পা রেখেছে শীত। সেই অবস্থা আসতে আসতে জানুয়ারি মাস পড়ে যাবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

আরও পড়ুন অখিলকাণ্ডে বেলপাহাড়ী থেকেই বার্তা দিতে পারেন মমতা

আবহাওয়াবিদদের দাবি, এখন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে এবং রাতে শিরশিরানি ভাব অনুভূত হবে। থাকবে কুয়াশাও। তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি ছাড়াও উত্তরব্বঙ্গের পার্বত্য জেলাগুলিতেও। ডুয়ার্সেও পারা পতন ঘটবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারা চড়বে, গরমও লাগবে। কিন্তু দিন পাঁচেক পরে দেশের উত্তর-পশ্চিম প্রান্তে হাজির হবে একটি পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরে বাধা খাবে উত্তুরে হাওয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী বুধবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপটিও দক্ষিণ ভারত উপকূল অভিমুখী হবে। তাই সেটি রাজ্যের ওপর প্রভাব ফেলবে না। কিন্তু নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ ঢুকবে। তার জেরেও পারা পতন থমকে যাবে। কার্যত এবারে পুরো শীতের মরশুমজুড়েই বাংলার বুকে নিম্নচাপ ও ঝঞ্ঝার দৌলতে শীত সে ভাবে জাঁকিয়ে পড়তে পারবে না। বিশেষ করে কলকাতায় হালকা সোয়েটার বা জ্যাকেটেই শীত কাটাতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অধিকারীদের জেলায় মমতার হানাদারি ১৬ মে, হলদিয়া-এগরায় সভা, কাঁথিতে রোড-শো

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

লেশমাত্র টেনশন নেই, ভোটের দিন দেদার নিজস্বী তুলে সময় কাটালেন মহুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর