এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ডোমকলে চালু হতে চলেছে মহকুমা আদালত

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার ডোমকল(Domkal) মহকুমাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। কাটতে চলেছে দুর্ভোগের দিন। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসের মধ্যে চালু হচ্ছে ডোমকল মহকুমা আদালত(Sub Divisional Court)। প্রশাসনের পক্ষ থেকে এমনই আশার কথা শোনানো হয়েছে। আদালত চালু হতে প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। প্রথম ধাপে সিভিল কোর্ট(Civil Court) দিয়েই আদালতের কাজ শুরু হচ্ছে বলেই জানা গিয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে ক্রিমিন্যাল কোর্ট(Criminal Court), ফাস্ট ট্র্যাক কোর্ট(First Track Court)ও চালু হয়ে যাবে। ডোমকলের মহকুমা শাসক সুমিতকুমার রায় এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘বড় কোনও সমস্যা না হলে আগামী ৩ মাসের মধ্যে আদালত চালু হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে। ডোমকলবাসীর কাছে এতা গর্বের বিষয় যে, তাঁরা জেলার সব থেকে বড় ও আধুনিক মানের আদালত পেতে চলেছেন।’

আরও পড়ুন সমপ্রেমের সম্পর্কের টানাপোড়নেই খুন বরানগরে, সন্দেহ পুলিশের

ভারত-বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া, জলঙ্গি, রানিনগর সহ ডোমকল ও ইসলামপুর থানার বাসিন্দাদের এতদিন বহরমপুর আদালতে আসতে হতো বিচারের জন্য। ৬৫-৭০ কিমি দূর থেকে বিচারের জন্য বহরমপুর আদালতে আসতে চরম দুর্ভোগ পোহাতে হত বিচার প্রার্থীদের। জলঙ্গির বাসিন্দা কবিরুল শেখ বলেন, ভোরে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত। কোনওদিন আবার আদালতের কাজ ব্যাহত হওয়ায় হতাশ হয়েই ফিরতে হতো। জেলার কান্দি, জঙ্গিপুর, লালবাগ ও বহরমপুর সদর মহকুমায় বিচারালয়ের ব্যবস্থা থাকলেও এতদিন পিছিয়ে ছিল ডোমকল। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ ও আইনজীবীরা ডোমকলে মহকুমা আদালতের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ডোমকল এসডিও অফিস সংলগ্ন ফাঁকা মাঠে বিশাল এলাকাজুড়ে গড়ে উঠেছে ঝাঁ চকচকে মহকুমা আদালত। বিশাল ভবনের পাশাপাশি আধুনিক পরিকাঠামো নিয়েই আদালত ভবন নির্মাণ করা হয়েছে।  

আরও পড়ুন ১ বছরে ৭০০ রোগী নিখোঁজ দুর্গাপুর মহকুমা হাসপাতলে

ডোমকলের বিধায়ক তথা ডোমকল পুর প্রশাসক জাফিকুল ইসলাম এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘এতদিন বিচারের জন্য মানুষকে চরম হয়রানির শিকার হতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কাছে এই অসুবিধার কথা জানিয়ে দরবার করে ঘরের দুয়ারে বিচারের পরিষেবা পেতে চলেছি।’ ইতিমধ্যেই এই আদালত পরিদর্শন করে গিয়েছেন মুর্শিদাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক ভাস্কর ভট্টাচার্য ও জেলা মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অলোকেশ দাস। আদালত চালু হওয়ার আগে এটাই শেষ দফার পরিদর্শন বলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন মহকুমার আইনজীবীরা। ডোমকল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন থেকে মহকুমা আদালতের দাবি জানিয়ে আসছি। আমাদের গর্ব, রাজ্যের মধ্যে সব থেকে বড় এবং সুন্দর মহকুমা আদালত ডোমকলে তৈরি হয়েছে। এই একটা জায়গায় আমরা অসম্পূর্ণ ছিলাম। আমাদের সেই খামতি মিটতে চলেছে। আমাদের স্বস্তি, বিচারের জন্য আর বহরমপুর ছুটতে হবে না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

ফের দুয়ারে ভোট, শান্তিপুর-ফুলিয়ার তাঁত শিল্পীরা হতাশার অন্ধকারেই দিন কাটাচ্ছেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর