এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

350কোটি টাকার ঋণ, ৯৮ শতাংশ পরিশোধের রেকর্ড স্বনির্ভর গোষ্ঠীর

নিজস্ব প্রতিনিধি: নিঃশব্দে একটি রেকর্ড গড়ে ফেলেছেন বাংলার এক প্রান্তিক জেলার স্বনির্ভর গোষ্ঠীর(Self Help Group) মহিলারা। তাঁরা একটি অর্থবর্ষে 350কোটি টাকার ঋণ(Loan) নিয়ে চলতি বছরের মধ্যেই ৯৮ শতাংশ পরিশোধে সক্ষম হয়েছেন। যে জেলায় এই ঘটনাটি ঘটেছে সেটি আবার বঙ্গ বিজেপির(Bengal BJP) সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) নিজ জেলা দক্ষিণ দিনাজপুর(South Dinajpur)। এই ঋণ গ্রহণ ও তা শোধের নেপথ্যে রয়েছেন জেলার ১৮ হাজার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার মহিলা(Women)। প্রত্যেকটি গোষ্ঠীতে গড়ে ১০ থেকে ১৫ জন মহিলা রয়েছেন।

আরও পড়ুন গ্রেফতার আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি

জানা গিয়েছে, কোভিডের ধাক্কা কাটিয়ে রাজ্যের গ্রামীণ এলাকার অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে অনুরোধ করেছিল যাতে তাঁরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রদান করে সহায়তা করে। সেই ডাকে সাড়া দিয়ে ২০২২-২৩ অর্থবর্ষে দক্ষিণ দিনাজপুর জেলার ১৮ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে 350কোটি টাকার ঋণ প্রদান করে বেশ কিছু সরকারি ব্যাঙ্ক। এই ঋণ পেয়ে কর্মহীন হয়ে পড়া অনেক পরিযায়ী শ্রমিক পরিবার নতুন করে কাজের দিশা পেয়েছিল। ঋণ পেয়ে অধিকাংশ মহিলা বিভিন্ন ধরনের কাজ করে আর্থিকভাবে নিজেদের স্বনির্ভর করে তুলেছেন। অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠী ঋণ পরিশোধ করে দেওয়ায় জেলা প্রশাসনের তরফে আগামী দিনে ঋণের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। স্বাভাবিক ভাবে নতুন করে আবার ঋণ নিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলি আর্থিকভাবে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী জেলা প্রশাসনও।   

আরও পড়ুন বাংলার ৭ জেলায় ১৮৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ২৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এর মধ্যে ১৮ হাজার গোষ্ঠীকে 350কোটি টাকার ঋণ প্রদান করা হয়। ঋণ নিয়ে অনেকে টেলারিং, দোকান, ছোট ব্যবসা, মাছ চাষ, পোল্ট্রি, ছাগলের ফার্ম করেছেন। অনেকে আচার, জ্যাম, জেলি তৈরি করে বাজারজাত করছেন। অধিকাংশ গোষ্ঠীর মহিলা সরকারি বিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক তৈরি করার বরাত পাচ্ছেন। কয়েক বছর আগে পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক থেকে গোষ্ঠীগুলিকে প্রথম দফায় ৫০ হাজার টাকা ঋণ দিত। এখন তা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। ব্যাঙ্ক থেকে কোনও গোষ্ঠী ঋণ নেওয়ার পর নিয়ম মেনে তা এক বছরের মধ্যে পরিশোধ করে দিতে পারলে পরের বছর ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার কথা। পরের বছর গোষ্ঠীর ঋণ মেটানোর পারফরম্যান্সের ভিত্তিতে ব্যাঙ্ক সেই গোষ্ঠীকে সাড়ে ৩ লক্ষ বা তারও বেশি টাকা ঋণ দিয়ে থাকে।

আরও পড়ুন Kolkata Police’র ১৭০ জন ASI হলেন Sub Inspector

দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে প্রচুর গোষ্ঠী রয়েছে যারা ৫ লক্ষের বেশি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করে দিয়েছে। অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গ্রামের। অনেকের স্বামী শ্রমিকের কাজ করেন, কেউ আবার ভিনরাজ্যে থাকে। ভিনরাজ্য থেকে জেলায় এসে নতুন ছোট ব্যবসা শুরু করতে চাইলেও টাকার অভাবে করে উঠতে পারছিলেন না। এই অবস্থায় ঋণ দেওয়া হয়েছে। তাতে অধিকাংশ গরিব পরিবারের সদস্যরা এই ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করে সাফল্য পেয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

LIVE: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট আসনে শুরু ভোট

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

বেনজির কাণ্ড, বীরভূমে বিজেপির হয়ে মনোনয়ন জমা দুই প্রার্থীর

ম্যাচ ফিক্সিংয়ের মতো বিজেপি ‘অর্ডার ফিক্সিং’ করছে, তোপ অভিষেকের

অভিজিৎকে নিশানা বানিয়ে দেবাংশুকে বড় দায়িত্ব দিলেন মমতা

তমলুকে মমতার নিশানায় অভিজিৎ, বাদ পড়লেন না বিকাশও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর