এই মুহূর্তে




দেখে অবাক হবেন, ২১.৪৯ লক্ষ টাকায় এসে গেল টাটার এই দুর্ধর্ষ গাড়ি




নিজস্ব প্রতিনিধি: ভারতীয় বাজারে বৈদ্যুতিক গাড়ির দিগন্তে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে শীর্ষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা Tata Motors -এর নতুন Tata Harrier EV। যার RWD বা রিয়ার হুইল ড্রাইভ সংস্করণের মূল্য নির্ধারিত হয়েছে ২১.৪৯ লক্ষ থেকে ২৭.৪৯ লক্ষ (এক্স-শোরুম, ভারত) টাকা। সংস্থা সূত্রে জানা গিয়েছে, Tata Motors-এর এই নতুন প্রজন্মের SUV শুধুমাত্র তাদের ইলেকট্রিক লাইন-আপের শীর্ষে নয়, বরং Safari Storme-এর পর প্রথম গাড়ি, যাতে রয়েছে অল-হুইল-ড্রাইভ সিস্টেম। সংস্থাটি জানিয়েছে  আগামী ২ জুলাই থেকে এর বুকিং শুরু হবে ।

বাহ্যিক ডিজাইন ও আকর্ষণ

Harrier EV-এর ডিজাইন অনেকটাই ICE (Internal Combustion Engine)-চালিত Harrier-এর মতো হলেও বেশ কিছু EV-সুলভ বৈশিষ্ট্য যুক্ত হয়েছে। সামনে রয়েছে সম্পূর্ণ নতুন ক্লোজড গ্রিল ও রিভাইজড বাম্পার। ১৯ ইঞ্চির অ্যারো-অপ্টিমাইজড অ্যালয় হুইল, ফ্রন্ট ডোরে EV ব্যাজ এবং টেলগেটে Harrier.EV লেটারিং-এর মাধ্যমে বৈদ্যুতিক রূপ স্পষ্ট। রঙের দিক থেকে Empowered Oxide, Nainital Nocturne, Pristine White, Pure Grey এবং Stealth Edition উপলব্ধ। Stealth Edition-এ থাকবে পুরোপুরি ব্ল্যাক ফিনিশ, যা Tata-র Dark Edition ধারাকে আরও সমৃদ্ধ করেছে।

অভ্যন্তরীণ ডিজাইন ও প্রযুক্তি

Harrier EV-এর কেবিনেও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। ১৪.৫৩ ইঞ্চির Samsung Neo QLED ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং ইলুমিনেটেড Tata লোগো সহ ফোর-স্পোক স্টিয়ারিং গাড়িটিকে আলাদা পরিচয় দেয়। ৫০২ লিটারের বুট স্পেস (দ্বিতীয় সারি ভাঁজ করলে ৯৯৯ লিটার) ও একটি অতিরিক্ত ফ্রাঙ্ক রয়েছে।

SUV-র অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ও পাওয়ারড ফ্রন্ট সিট, ১০ স্পীকারের JBL সাউন্ড সিস্টেম (Dolby Atmos 5.1 সহ), পাওয়ারড টেলগেট, V2L ও V2V ফিচার, চারটি ড্রাইভ মোড (Eco, City, Sport, Boost), Auto Park Assist, ৫৪০-ডিগ্রি ক্যামেরা ভিউ, DrivePay ফিচার এবং আরও অনেক কিছু।

ব্যাটারি, রেঞ্জ ও পারফরম্যান্স

সংস্থাটি জানিয়েছে, Harrier EV দুটি ব্যাটারি প্যাক বিকল্পে এসেছে—৬৫kWh এবং ৭৫kWh। ৬৫kWh সংস্করণ RWD ও ২৩৮hp শক্তির মোটর সহ, যেখানে ৭৫kWh সংস্করণে AWD ও দ্বৈত মোটর রয়েছে, যা মিলিতভাবে ৩১৩hp এবং ৫০৪Nm টর্ক জেনারেট করে। Boost মোডে ০-১০০ কিমি/ঘণ্টা যেতে সময় লাগে মাত্র ৬.৩ সেকেন্ড। MIDC সার্টিফায়েড রেঞ্জ ৭৫kWh RWD সংস্করণে ৬২৭ কিমি এবং AWD সংস্করণে ৬২২ কিমি। Tata-র নিজস্ব পরীক্ষায় বাস্তব রেঞ্জ ৪৮০-৫০৫ কিমি। চার স্তরের রিজেনারেটিভ ব্রেকিং, Ultra Glide মাল্টি-লিঙ্ক সাসপেনশন, Off-road Assist, Transparent Mode ও Drift Mode SUV-র অফ-রোডিং ক্ষমতা বাড়ায়।

নিরাপত্তা

Harrier EV-তে রয়েছে মোট ৬টি এয়ারব্যাগ (উচ্চতর ট্রিমে ৭টি), ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ব্লাইন্ড স্পট মনিটর, ESC, বিল্ট-ইন ড্যাশক্যাম এবং Level 2 ADAS, যা ভারতের রাস্তাগুলির জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী ও দাম

Tata Harrier EV তিনটি ট্রিমে পাওয়া যাচ্ছে—Adventure, Fearless+, Empowered। ৬৫kWh ব্যাটারি Adventure ও Fearless+ ট্রিমে উপলব্ধ, আর ৭৫kWh Empowered ট্রিমে। উল্লেখযোগ্যভাবে, Tata ব্যাটারির জন্য আজীবন ওয়ারেন্টির প্রতিশ্রুতি দিয়েছে। মূল্যের দিক থেকে Harrier EV Mahindra XUV 9e, BE 6 ও BYD Atto 3-র সরাসরি প্রতিদ্বন্দ্বী। সব মিলিয়ে Harrier EV নিঃসন্দেহে দেশের ইভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করতে প্রস্তুত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

LG, Whirlpool-কে টেক্কা দিতে ফ্রিজ-এসি আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স

Apple প্রেমীদের জন্য বড় চমক, আসছে পাতলা ও অত্যাধুনিক iPhone 17 Air!

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে এল ভারতের এই সংস্থা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

১২জিবি RAM, ৩২ MP 4k সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে আইকিউর নতুন ফোন, কত দাম?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ