এই মুহূর্তে




ধামাকা অফার! ১০ হাজারের কমে Realme Narzo Series-র ফোন, কোথায়?

নিজস্ব প্রতিনিধি :  Realme ফোনপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফোটোপ্রেমী বা টেকপ্রেমীদের কাছে এটি খুব পছন্দের। বাজার কাঁপানো বড় বড় ফোনের সংস্থাকে এখন বলে বলে গোল দিচ্ছে রিয়েলমি। রিয়েলমির ফোন অত্যন্ত পকেট ফ্রেন্ডলি ব্যবহারকারীদের কাছে। প্রায় সস্তায় এই ফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসে সংস্থা। কেউ যদি কম দামে পাওয়ারফুল 5G স্মার্টফোন কিনতে চান তবে Realme Narzo 80 Lite 5G ফোনটি কিনতে পারেন।

জানা গিয়েছে, এখন ব্যবহারকারীদের জন্য ১০ হাজারের কমে ফোনটি বিক্রি করছে রিয়েলমি সংস্থা। ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি রয়েছে Realme Narzo 80 Lite 5G- ফোনে। দুর্দান্ত ছাড়ের সঙ্গে ফোনটি বিক্রি হচ্ছে। পাশাপাশি গ্রাহকরা ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার সুবিধা পাবেন। Realme Narzo 80 Lite 5G ফোনটি যখন বাজারে আসে, তখন এটির দাম ছিল ১১,৪৯৯। এখন সেটি ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে ১০,৭০৩ টাকায়। এই দামে ফোনটির 6GB RAM+128GB স্টোরেজ রয়েছে। সরাসরি ৭৯৬ টাকা ছাড় দেওয়া হচ্ছে। পাশাপশি পঞ্জাব ন্যানাল ক্রেডিট কার্ড পেমেন্টে সোজা হাজার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। ফলে ফোনটির দাম দাঁড়াচ্ছে ৯৭০৩ টাকা।

সূত্রের খবর, এই ফোনে রয়েছে ৬৩০০ মেগাহার্জ ব্যাটারি। মিলিট্রি গ্রেড প্রোটেকশন রয়েছে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে ৬.৭-ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকবে। ফোটোর ক্ষেত্রে এই রিয়েলমি খুব ভালো। রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের সঙ্গে মিলবে ৫০  মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এটি দুর্দান্ত ফটোগ্রাফি হবে। ব্যাটারির ক্ষেত্রে জানা গিয়েছে, এতে ৬ হাজার মেগাহার্জ ব্যাটারি থাকবে। যারফলে ব্যাটারিতে চার্জ দিলে সহজে শেষ হবে না। ব্যাকআপ অনেকক্ষণ পাওয়া যাবে। ফোনটি দুটি কালার ক্রিস্টাল পার্পল এবং অনক্সি কালো অপশনে রয়েছে বলে সূত্রের খবর।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

২১ হাজার টাকা সস্তায় মিলছে google-pixel-9-pro, কোথায় পাবেন?

Zeiss ক্যামেরা সহ ভারতে আসছে Vivo -র নতুন ফোন

Jio-র ৪৫০ টাকার কমে রিচার্জে চালু তিনটি SIM, রয়েছে ডেটা, কলিং-র সুবিধা

সুখবর! রুপোতেও এবার পাওয়া যাবে ঋণ, যুগান্তকারী সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ