এই মুহূর্তে




Jio-র ৪৫০ টাকার কমে রিচার্জে চালু তিনটি SIM, রয়েছে ডেটা, কলিং-র সুবিধা

নিজস্ব প্রতিনিধি : জিওর ব্যবহারকারীদের জন্য সুখবর। আম্বানী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিজের গ্রাহকদের জন্য প্রায়ই নিত্য নতুন অফার নিয়ে আসে। এয়ারটেল, ভোডাফোন সকলকে টেক্কা দিতে মাঝে মধ্য়েই নিত্য নতুন প্ল্যান আনে জিও। কখনও কম দামে আনলিমিটেড ডেটা, কখনও আনলিমিটেড ডেটার সঙ্গে ওটিটি। অন্যান্য় সংস্থাগুলোর মতো জিও মাঝে মধ্যে দাম বাড়ালেও খুব কম দামে এখনও পরিষেবা দিচ্ছে জিও। জিও এর কাছে সস্তায় প্রিপেইড প্ল্যানের পাশাপাশি কম দামি Postpaid Plan ও রয়েছে।

বর্তমান সময়ে একটি বাড়িতে একাধিক স্মার্টফোন ব্যবহার হয়ে থাকে। সবকটি সিম যদি একটি রিচার্জ করলে চলে তাহলে কেমন হবে?  গ্রাহকদের একাধিকবার রিচার্জ করতে হয় প্রতি সিমে। এবার সেই সমস্য়া থেকে মিলবে মুক্তি।  জিও এর একটি সস্তা ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান রয়েছে। এটি একবার রিচার্জ করে নিলে গোটা পরিবার সেটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। প্রতিটি সিমের জন্য আলাদা আলাদা রিচার্জ করলে খরচও অতিরিক্ত হয়। কিন্তু এি একটি রিচার্জ করলে ডেটা, ফোন ও মেসেজো করা যাবে। সবচেয়ে সস্তা ফ্যামিলি পোস্টপেইড প্ল্যান মাত্র ৪৪৯ টাকা প্রতি মাসে। এখানে আপনি একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে।

মাত্র ৪৫০ টাকার কমে ফ্যামিলির তিনটি নম্বরে রিজার্জ রাখা সম্ভব হবে। এই প্ল্যানে প্রাইমারি সিম ইউজারকে৭৫জিবি হাই-স্পিড ডেটা দেবে। এছাড়া বাকি সিমগুলি ৫ জিবি অতিরিক্ত ডেটা দেবে। তিনটি সিম মিলিয়ে মোট ৯০ জিবি ডেটা পাওয়া যাবে। কলিংয়ের জন্য এই রিচার্জ প্ল্যানে দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা রয়েছে।  প্রতিদিন ১০০ করে ফ্রি SMS দেওয়া হয়। ৪৪৯ টাকার জিও ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানের সঙ্গে সংস্থা একাধিক অফার রয়েছে।  একাধিক পরিষেবা এবং সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে। এরসঙ্গে পাওয়া যাবে জিও হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন, ২ মাসের জিও হোম,  জিও সাভন এর ফ্রি এক্সেস।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Grand Vitara-য় বড় ধরণের ত্রুটি, ৩৯,০০০-এরও বেশি গাড়ি ফিরিয়ে নিল মারুতি

২১ হাজার টাকা সস্তায় মিলছে google-pixel-9-pro, কোথায় পাবেন?

ধামাকা অফার! ১০ হাজারের কমে Realme Narzo Series-র ফোন, কোথায়?

Zeiss ক্যামেরা সহ ভারতে আসছে Vivo -র নতুন ফোন

সুখবর! রুপোতেও এবার পাওয়া যাবে ঋণ, যুগান্তকারী সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ