এই মুহূর্তে




Flipkart-এ ১৯ হাজারের নিচে Motorola Edge 50 Fusion, কোথায় মিলছে অফার

নিজস্ব প্রতিনিধি : পুজোর আগেই শুরু হয়েছিল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ। সেই অফার শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাই বলে অন্য অফার কি মিলবে না? বিগ বিলিয়ন অফার শেষ হয়ে গেলেও মটোরোলা ফোনে ভাল অফার পাওয়া যাচ্ছে। একটি স্টাইলিশ মটোরোলা ফোন কিনচে চাইলে ফ্লিপকার্ট বর্তমানে মটোরোলা এজ ৫০ ফিউশনের উপর বিশাল ছাড় মিলছে। এটির দাম ১৯ হাজারের নিচে নেমে এসেছে।

বাজেট কমে কেউ ভালো পারফরম্যান্স এবং স্টাইলিশ স্মার্টফোন খুঁজলে Flipkart সেই সুযোগ দিচ্ছে। Motorola Edge 50 Fusion স্মার্টফোনটি দুর্দান্ত ছাড়ের সঙ্গে বিক্রি হচ্ছে। ফোনটিতে ৩২  মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫ হাজার মেগাহার্জ ব্যাটারি ফিচার পাওয়া যাবে। এই ফোনটি যখন বাজারে এসেছিল, তখন তার দাম ছিল ২২,৯৯৯টাকা। ফ্লিপকার্টে তার দাম কমে গিয়েছে অনেকটাই। ফ্লিপকার্ট Edge 50 Fusion-এ ৪ হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এর উপরে, গ্রাহকরা Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ১ হাজার টাকা ছাড় পেতে পারেন। আরও বেশি সাশ্রয় করতে চাইলে পুরানো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবেন।

ফ্লিপকার্টে ৪০০০ টাকা ছাড়ের পর মোটোরোলা এজ ৫০ ফিউশনের দাম শুরু হবে ১৮,৯৯৯  টাকা থেকে। এই দামের ফোনটির 8GB RAM+128GB স্টোরেজ মডেল পাওয়া যাবে। পাশাপাশি 12GB RAM +256GB স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা। কিন্তু ৪ হাজার টাকা ছাড়ের পর পাওয়া যাবে মাত্র ২০,৯৯৯ টাকায়। এরসঙ্গে কিছু ব্যাঙ্ককার্ডের অফারও রয়েছে। যারফলে ফোনের দাম অনেকটাই কমে যাবে।

ফোনে কী রয়েছে ? ডিসপ্লের দিকে নজর দিলে, মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED কার্ভড ডিসপ্লে দেওয়া থাকবে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 1600 নিট পিক ব্রাইটনেস থাকবে। প্রসেসর হিসেবে Motorola Edge 50 fution  ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 2  চিপসেটে কাজ করে, যা Adreno 710 GPU সহ আসে। ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে 50MP Sony LYT-700C প্রাইমারি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনের সঙ্গে Android 14 অপারেটিং সিস্টাম পাওয়া যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ হাজার ছাড়ে 6200mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন কিনুন, কোথায় পাবেন?

২৬ হাজার টাকা সস্তা Samsung Galaxy-র স্মার্টফোন, কোথায় পাবেন?

চিনের পরে Oppo Reno 15 series আসবে ভারতের বাজারে, কবে?

দেখানো হচ্ছে নগ্ন মডেল, বন্দুক, প্রকাশ্যে ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপনের স্ক্রিনশট

১৪ হাজার টাকার বেশি সস্তায় Google Pixel 10, কোথায় পাওয়া যাচ্ছে?

সিয়েরার নয়া সংস্করণ প্রথমে বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটারদের উপহার দিচ্ছে টাটা মোটরস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ