এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

টানা ছয় সপ্তাহ পেট্রলের দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার

নিজস্ব প্রতিনিধি: টানা ছয় সপ্তাহ ধরে বাজার ধরে রেখেছে পেট্রল। এপ্রিলের পর থেকে পেট্রোপণ্যের দাম একই হারে রয়েছে। দাম সেভাবে বাড়েনি। মাথায় হাত উঠেছে আমআদমির। এই পরিস্থিতিতে রাশিয়া ও সৌদি আরব তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিশ্ববাজারে তেলের দাম এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। যদিও পরে আবার সেই দাম কিছুটা কমেছে।

জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দর ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি দাম হয়েছে প্রায় ৮৬.৪৯ ডলারে। একইভাবে, ডব্লিউটিআই ক্রুডের দাম কমে দাঁড়িয়েছে প্রায় ৮২.৭৬ ডলারে। দেখা গিয়েছে ২০২১ সালের ডিসেম্বর থেকে একটানা এতদিন ধরে বাড়ছে জ্বালানির দাম। ছয় সপ্তাহ ধরেও এই দাম বৃদ্ধির রেশ অব্যাহত রয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি অনুযায়ী, সুদ বৃদ্ধির হার কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ওপেক ও সহযোগী দেশগুলোর তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চিনে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা।

গত বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব দাবি করেছে, দৈনিক ১০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল। তার মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হবে। এমনকি সেপ্টেম্বরের পরও এই উৎপাদন কি হবে, তা নির্ভর করছে পরিস্থিতির উপর। সেপ্টেম্বরে সৌদি আরব দিনে ৯০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করবে।

একই দিনে রাশিয়া, সেপ্টেম্বরে তেল রপ্তানির হার তিন লক্ষ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গত সপ্তাহে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটি ছিল কৃষ্ণসাগরের নভোরোসিস্ক বন্দরে। এর ফলে ২ শতাংশ তেল সরবরাহ হয় এই বন্দর দিয়ে। তবে হামলার পর এই বন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে।

এদিকে বিশ্লেষকেরা জানাচ্ছেন, সৌদি আরব যে তেল উৎপাদন হ্রাসের মেয়াদ বাড়ানোর কথা জানাচ্ছে, বিশ্ববাজারে তার প্রভাব পড়েছে। সেই সঙ্গে তেলের মজুত কমার কারণেও অপরিশোধিত তেলের বাজারের সূচক সম্প্রতি শক্তিশালী হয়েছে। উৎপাদন হ্রাসের সঙ্গে সঙ্গে এশিয়াতে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে টানা তিন মাস এই দর বৃদ্ধি পাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের বিশ্লেষক টিনা টেং তাঁর এক বিবৃতিতে জানিয়েছেন, ওপেক ও সহযোগী দেশগুলোর উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে, চিন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিকাঠামোর উপর প্রভাব ফেলছে। এসব কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তবে, এপ্রিলে যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়েছে, সেভাবে আর দাম বাড়ছে না। এই দাম এর মধ্যেই ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা চিনের দিকে তাকিয়ে আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিতে জ্বালানির চাহিদা কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে এখন বিশ্ববাসী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জনসাধারণের জন্যে খুলে গেল শ্রীদেবীর চেন্নাইয়ের প্রাসাদ, ভাড়া নেওয়াও যাবে

প্রথমবার চাঁদ মামার দেশে পাড়ি দিচ্ছে পাকিস্তানি উপগ্রহ

নির্বাচনের মাঝেই  কমল বাণিজ্যিক গ্যাসের দাম

বছরে মাত্র ১ ডলার বেতন নেন জুকারবার্গ, আর সুবিধাভোগ করেন ২৫০ কোটির বেশি টাকার

বিপাকে যোগগুরু রামদেব, ২৭.৪৬ কোটি বকেয়া জিএসটি মেটানোর নোটিশ

বিপাকে রামদেব, বাতিল পতঞ্জলির ১৪ পণ্যের লাইসেন্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর