এই মুহূর্তে




বাজারে এসে গেল বোলেরোর সিএনজি পিক-আপ, ফুল ট্যাঙ্কে যাবে ৪০০ কিলোমিটার




নিজস্ব প্রতিনিধি: শীষস্থানীয় গাড়ি নির্মাণকারী সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সম্প্রতি বোলেরো পিক-আপের রেঞ্জ সম্প্রসারণ ঘটিয়ে বাজারে নিয়ে এসেছে নতুন Mahindra Bolero MaXX CNG Pick-Up HD 1.9। ভারী মালবাহী পরিবহনের জন্য নকশা করা এই গাড়ি একদিকে যেমন সাশ্রয়ী, তেমনি পরিবেশবান্ধবও। এর এক্স-শোরুম প্রারম্ভিক দাম ১১.১৯ লক্ষ টাকা।

এই নতুন বোলেরো ম্যাক্স সিএনজি পিক-আপে থাকছে একটি শক্তিশালী ২.৫-লিটার টার্বোচার্জড CNG ইঞ্জিন, যা ৮২ বিএইচপি শক্তি এবং ২২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। ফলে পুরোপুরি মালবোঝাই অবস্থাতেও এই গাড়ি দুর্দান্ত পারফর্ম্যান্স দিতে পারে। কোম্পানির দাবি, এই পিক-আপের লোড ক্যাপাসিটি ১.৮৫ টন, যা সিএনজি ক্যাটাগরিতে সর্বোচ্চ এবং তাই ব্যবসায়িক ব্যবহারে এটি নিঃসন্দেহে সেরা বিকল্প।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এতে ব্যবহৃত হয়েছে ১৮০ লিটার ক্ষমতার সিএনজি ট্যাঙ্ক। যার অর্থ হল ফুল ট্যাঙ্কে প্রায় ৪০০ কিমি পর্যন্ত যাওয়া যাবে। অর্থাৎ একবার ট্যাঙ্ক সম্পূর্ণ ভরালে দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়া যাবে, ফলে জ্বালানি ভরার সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। এতে ব্যবসায়ীদের আয় বাড়বে এবং পরিবহন খরচ অনেকাংশে কমে যাবে, যা একে অনন্য করে তুলছে।

Mahindra Bolero MaXX CNG পিক-আপের স্থায়িত্ব এবং সক্ষমতা বৃদ্ধির জন্য রয়েছে লিফ-স্প্রিং সাসপেনশন ব্যবস্থা, যা ভারী মাল বহনের সময়ও স্থিতিশীলতা বজায় রাখে। দুই অ্যাক্সেলেই ১৬ ইঞ্চি চওড়া টায়ার ব্যবহার করা হয়েছে, যা যাত্রাপথে দৃঢ় গ্রিপ এবং নিরাপত্তা নিশ্চিত করে।

ডিজাইনের দিক থেকেও এই বোলেরো ম্যাক্স সিএনজি অত্যন্ত কার্যকর ও ব্যবহারিক। এর মজবুত বডি এবং হেভি-ডিউটি চ্যাসিস প্রতিকূল রাস্তাতেও নির্ভরযোগ্যতা প্রদান করে। শহর বা গ্রামের রাস্তা – সব ক্ষেত্রেই সমানভাবে দক্ষ এই পিক-আপ। উপরন্তু, CNG ব্যবহারের ফলে এটি ডিজেল বা পেট্রোলের তুলনায় অনেক পরিবেশবান্ধব, যা বর্তমান সময়ে টেকসই পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবমিলিয়ে, Mahindra Bolero MaXX CNG Pick-Up HD 1.9 বাণিজ্যিক গাড়ির জগতে এক নতুন মাইলফলক। উন্নত মাইলেজ, বেশি লোড ক্যাপাসিটি, শক্তিশালী ইঞ্জিন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের কারণে এটি ব্যবসায়িক ক্ষেত্রের জন্য নিঃসন্দেহে এক আকর্ষণীয় এবং লাভজনক বিনিয়োগ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

১২জিবি RAM, ৩২ MP 4k সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে আইকিউর নতুন ফোন, কত দাম?

প্রথম ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা ১১ শতাংশ বেড়েছে

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

৮ হাজারের কমেই পাবেন 5G ফোন, রয়েছে 6300mAh ব্যাটারি-সহ  দুর্ধর্ষ ফিচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ