এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ডেটা রুম হাতে ফিরলে অগস্টেই নিয়োগ শিক্ষক পদে

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ঠিক কোন মাস থেকে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির নবম ও দশম শ্রেনীর শিক্ষক(Teachers) পদে নিয়োগ শুরু করা হবে তা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি(SSC)। ২০১৮ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সাতটি কাউন্সেলিংয়ে প্রায় ১১ হাজার ৮০০টি শূন্যপদ পূরণ হয়। তবে, সেই সময় যে মেধা তালিকা কমিশন প্রকাশ করেছিল, তাতে প্রার্থীর নাম, জাতিগত পরিচয় এবং র‌্যাঙ্ক থাকলেও নম্বর প্রকাশিত হয়নি। সেটাকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা করেছিলেন ওয়েটিং লিস্টে থাকা কিছু পদপ্রার্থী। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের সংশোধিত মেধা তালিকা(Merit List) প্রকাশ করে দিয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে এরাই নিয়োগ পাবেন বা খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।  

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের বক্তব্য, বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে নাম এবং নম্বর সহ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০ জুলাই এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। আদালত এই মেধা তালিকায় সন্তুষ্ট হলে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম(Data Room) নিয়ে সিদ্ধান্ত নিতে পারে আদালত। সেক্ষেত্রে যে ডেটা রুম এখন সিবিআইয়ের হাতে রয়েছে সেটা আদালত স্কুল সার্ভিস কমিশনকে ফিরিয়ে দিতে বলতে পারে। যদি সেটাই হয় তাহলে অগস্ট মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়া যেতে পারে। কিন্তু এখন সবটাই নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপরে। ডেটা রুম এসএসসি’র হাতে না ফিরলে নিয়োগ প্রক্রিয়া চালু হবে না। ওয়াকিবহাল মহলেরও বক্তব্য, অবৃহস্পতিবার সন্ধ্যায় এসএসসি যে মেধা তালিকা প্রকাশ করেছে সেখানে যদি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে তাহলে, সেই নিয়োগের ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র দেবে হাইকোর্ট।  

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আপার প্রাইমারিতে সহ শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও শুরু হওয়ার কথা ছিল। তবে, এসএসসির ডেটা রুম সিবিআইয়ের হাতে থাকায় তা শুরু করা যায়নি। ডেটা রুম এসএসসির হাতে এলে তবেই উচ্চ প্রাথমিকে সহ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে পদক্ষেপ করবে এসএসসি। একেবারে শেষ পর্যায়ে থাকলেও উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। প্রধান শিক্ষক নিয়োগের বিধিও প্রকাশ করা হয়ে গিয়েছে। ডেটা রুম হাতে এলে, সেই নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করবে এসএসসি। সেসব প্রক্রিয়া মিটে গেলে সহ-শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তবে, সবই নির্ভর করছে, আদালত ২০ জুলাই ডেটা রুম হস্তান্তরে ছাড়পত্র দেয় কি না, তার ওপরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘পরিসংখ্যানের লড়াই হোক, শ্বেতপত্র প্রকাশ করুন’, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

সন্দেশখালিকাণ্ডে রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘সন্দেশখালির বেলুন আলপিন ফুটেছে, চক্রান্ত এখন জনসমক্ষে’, বিজেপিকে নিশানা অভিষেকের

প্রচারের শেষলগ্নে চণ্ডীপাঠের মন্ত্র বিকৃত করার অভিযোগে বিদ্ধ অসীম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর