এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

গোসাবায় তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, গোসাবা: কংগ্রেস-সহ দেশের অন্যান্য সব আঞ্চলিক দলগুলি যখন বিজেপিকে হারাতে ব্যর্থ, তখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে। আগামীতেও সেই ধারা বজায় থাকবে বলেও দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন গোসাবা থেকেই তিনি উপনির্বাচনের প্রচার শুরু করলেন। আর প্রচারমঞ্চে দাঁড়িয়ে তিনি দাবি করলেন, এবারের উপনির্বাচনে চারটি আসনেই জিতবে তৃণমূল। কেন মানুষ তৃণমূলকে ভোট দেবেন, সে প্রসঙ্গে বলতে গিয়ে একগুচ্ছ পার্থক্য তুলে ধরলেন বিজেপির সঙ্গে। শুধু তাই নয়, গোসাবা যাতে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে তৃণমূলকে জেতায়, সেই আর্জিও রাখলেন অভিষেক।

গোসাবা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কোভিডে তাঁর মৃত্যু হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেই কথাই তুলে ধরে এদিন অভিষেক বলেন, ‘ওরা দফায় দফায় ভোট করিয়ে মানুষকে করোনার মধ্যে ফেলেছে। আর তৃণমূল প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেই কারণেই এই আসনে উপনির্বাচন হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফল ঘোষণা ৬ মাস হয়ে গিয়েছে, সুবিধা-অসুবিধায় কোনও বিজেপি বিধায়ককে পাশে পেয়েছেন? আপনার বিপদে তৃণমূল কর্মীরাই পাশে দাঁড়াবেন, বিজেপির বহিরাগতরা থাকবেন না।’

কেন মানুষ বিজেপিকে নয়, তৃণমূলকে ভোট দিচ্ছে? তা বলতে গিয়ে অভিষেক জানান, বিজেপির ১৫ লক্ষ টাকা কেউ পাননি, মমতার লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেয়েছেন। বিজেপি শাসিত কোনও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নেই। এই রাজ্যে আছে। অভিষেক বলেন, ‘বাংলায় সুষ্ঠুভাবে দুর্গাপুজো করতে মমতার সরকার ক্লাবগুলিতে আর্থিক সাহায্য দিচ্ছে, আর বিজেপি সেটা নিয়ে আদালতে যাচ্ছে। আবার তাঁরাই বলছে বাংলায় না কি দুর্গাপুজো করতে দেওয়া হয় না।’ এপ্রসঙ্গে তিনি দাবি করেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২ লক্ষ কোটি টাকা সুন্দরবনকে দেবেন। কিন্তু ভোটের পর বাবুদের টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না।’

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের কথায়, ‘এই উপনির্বাচনে ৪-০ করতে হবে। আর এই জেলার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। ৪টি আসনে উপ নির্বাচনে যেন গোসাবা সর্বোচ্চ ব্যবধান দেয়। বহিরাগতদের বাংলা ছাড়া করেছে জনগণ। গোসাবায় ভূমিপুত্রকে জেতাতে হবে।’ বিজেপি নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পদক্ষেপ করতে পারে। তা আঁচ করেই এদিন অভিষেক বলেন, ‘গলা কেটে নিলেও মুখ দিয়ে জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদই বের হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সেলিমকে তুড়ি মেরে তৃণমূল ভরসা রাখছে লক্ষ্মীর ভান্ডারের ওপরেই

ভোট পর্বের মাঝে সিপিএমের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, জারি হল সতর্কতা

মুড়ি- ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের  

সোম দুর্যোগে বাংলায় প্রাণহানী ১২জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদের মাটিতে আরও একটা শীতলকুচি ঘটানোর হুমকি বিজেপি প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর