এই মুহূর্তে




ব্যক্তিগত ফোন নম্বর ফাঁস, মারাত্মক হয়রানির শিকার অভিনেত্রী আদা শর্মা

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড বলুন বা দেশ, একটাই ট্রেন্ডিং নাম আদা শর্মা। ‘দ্য কেরালা স্টোরি’-সুবাদে তাঁর নাম এখন দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। ছবিটির মুক্তির আগে থেকেই রাজনৈতিক মহলে বিতর্কে বিতর্কে জেরবার। এমনকী পশ্চিমবঙ্গেও ছবিটিকে ব্যান করে দেওয়া হয়েছিল। যদিও কিছুদিন আগেই বিরোধী গোষ্ঠীর আবেদন প্রত্যাখ্যান করে নেয় সুপ্রিমকোর্ট। কথায় আছে, যত বাধা তত সফলতা। হ্যাঁ, সব বিতর্কের বাধা পেরিয়ে বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’। ইতিমধ্যেই দেশে ২০০ কোটির ব্যবসা ছাড়িয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। বিদেশেও দাপটের সঙ্গে চলছে ছবি। আর এই বিতর্কিত ছবির সুবাদে কেরিয়ারে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছেন আদা শর্মা। তবে অনেক দুর্ঘটনার মধ্যেও পড়েছেন অভিনেত্রী। মৃত্যু হুমকিও এসেছে।

এবার শোনা গেল, আদার ফোনের কনট্যাক্ট লিস্ট অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে, একই কারণে অনেক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে। ‘ঝামুন্ডা বোল্টে’ নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিনেত্রীর যোগাযোগের বিবরণ ফাঁস করে দিয়েছেন এবং আদাহের নতুন যোগাযোগের নম্বরও ফাঁস করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে বিতর্কিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে, তবে পোস্টগুলি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

আদা শর্মার ভক্তরা মুম্বাই সাইবার সেলকে ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আদাকে পরবর্তীতে, ‘দ্য গেম অফ গিরগিট’-এ শ্রেয়াস তালপাড়ে-এর সঙ্গে দেখা যাবে, সেখানে তিনি একজন পুলিশের ভূমিকায় অভিনয় করছেন। ফিল্মটি বিতর্কিত ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’-এর উপর ভিত্তি করে তৈরী হয়েছে। প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে, আদা একটি বিবৃতিতে বলেছিলেন, “আমি ‘কমান্ডো’-এ এর আগে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি এবং ভাবনা রেড্ডির ভূমিকাও খুব জনপ্রিয় হয়েছিল৷”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ধমক দিলেন কাজল? কেন রেগে গেলেন অভিনেত্রী?

ছেলেকে কোলে নিয়ে মামার বাড়ির পাড়ায় সস্ত্রীক অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত

১৯ বছর বাদে ভাঙছে অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসার

অষ্টমীর দিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পুজো সারলেন কোয়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ