এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুকান্ত-শুভেন্দু-দিলীপের জেলাতেও দাপট তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) ৩ রথী। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এই ৩জনের জেলা যথাক্রমে দক্ষিণ দিনাজপুর(Dakshin Dinajpur), পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) ও ঝাড়গ্রাম(Jhargram)। এই ৩ জেলাতেই ছিল পঞ্চায়েতের নির্বাচন(Panchayat Election)। মঙ্গলবার সকাল ৮টা থেকেই শুরু হয়েছে এই ৩ জেলার গ্রাম পঞ্চায়েতের আসনের গণনা। বিকাল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য বলে দিচ্ছে এই ৩ জেলাতেই দাপট দেখাচ্ছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। ৩ রথীর মধ্যে ধারেভারে এগিয়ে শুভেন্দু। দেখা যাচ্ছে তাঁর জেলাতেই যা একটু ভদ্রস্থ অবস্থায় তৃণমূলকে লড়াই দিচ্ছে বিজেপি। কিন্তু দিলীপের জেলা ঝাড়গ্রামে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে নির্দলরা, যাদের একটা বড় অংশই কুড়মি সমাজের অংশ। আবার সুকান্তের জেলায় বিজেপি ভাল সংখ্যায় আসন পেলেও তা তৃণমূলের থেকে অনেক পিছনে।

আরও পড়ুন মমতার প্রকল্পের হাত ধরেই গ্রামে গ্রামে তৃণমূল ঝড়

প্রথমেই আসা যাক পূর্ব মেদিনীপুরের কথায়। এই জেলার ২৫টি ব্লকে রয়েছে মোট ২২৩টি গ্রাম পঞ্চায়েত। সেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট আসনের সংখ্যা ৪,২৯০। দেখা যাচ্ছে এর মধ্যে তৃণমূলের পকেটে গিয়েছে ১,০০৫টি আসন। বিজেপি পেয়েছে ৬৫৯টি আসন। বামেদের দখলে গিয়েছে ৪৫টি আসন এবং কংগ্রেস পেয়েছে মাত্র ৮টি। ৫৪টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা। একুশের ভোটে কিন্তু এই জেলারই ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল ৯টি কেন্দ্রে। বিজেপির দখলে গিয়েছিল ৭টি। সেই ব্যবধান যে এবারের পঞ্চায়েত নির্বাচনে আরও বেড়েছে সেটা দুই দলের প্রাপ্ত আসন সংখ্যাই বলে দিচ্ছে। বিজেপির থেকে প্রায় ৩৫০টি আসন তৃণমূল বেশি পেয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে। এই জেলার পঞ্চায়েত সমিতি স্তরে গণবনা সবে শুরু হয়েছে। জেলা পরিষদ স্তরে গণনা শুরু হতে দেরী হবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন যোগ্য ব্যক্তির হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছেন মমতা

দিলীপ ঘোষের জেলা ঝাড়গ্রাম। সেখানেও জেলা পরিষদ স্তরে গণনা এখনও শুরু হয়নি। চলছে পঞ্চায়েত সমিতির আসনের গণনা। তবে গ্রাম পঞ্চায়েত স্তরের আসনের গণনা প্রায় শেষের পথে। জেলার ৮টি ব্লকে রয়েছে ৭৯টি গ্রাম পঞ্চায়েত। তাতে মোট আসন ১,০০৭টি। দেখা যাচ্ছে এর অর্ধেকই চলে গিয়েছ তৃণমূলের দখলে। জোড়াফুল পেয়েছে ৫১৫টি আসন। দ্বিতীয় স্থানে আছে নির্দলরা, যাদের একটা বড় অংশই কুড়মি সমাজের। জেলায় গ্রাম পঞ্চায়াত স্তরে নির্দলরা জয়ী হয়েছেন ১০২টি আসনে। এরপরেই আছে বিজেপি। তাঁদের প্রাপ্ত আসন ৯০। বামেদের ঝুলিতে গিয়েছে ১৭টি আসন। অনেকেই ভেবেছিলেন কুড়মিদের আন্দোলন ঝাড়গ্রামে তৃণমূলকে বড় ধাক্কা দেবে। কিন্তু দেখা যাচ্ছে সেই হিসাব মেলেনি।

আরও পড়ুন কেন্দ্রের জন্য সব বুথে ছিল না কেন্দ্রীয় বাহিনী, দাবি রাজীবের

সুকান্তের জেলা দক্ষিণ দিনাজপুর। সেখানে ৮টি ব্লকে রয়েছে ৬৪টি গ্রাম পঞ্চায়েত। এই ৬৪টি গ্রাম পঞ্চায়েতে আবার রয়েছে মোট ১,৩০৮টি আসন। বিকাল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে এর মধ্যে তৃণমূলের দখলে গিয়েছে ২৪১টি আসন। বিজেপি পেয়েছে ৮৫টি আসন। বামেরা পেয়েছে ৪৫টি আসন এবং কংরেস পেয়েছে মাত্র ৪টি আসন। নির্দলেরা জয়ী হয়েছে মাত্র ৩টি আসনে। একুশের ভোটে ঝাড়গ্রাম জেলার ৪টি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল। সেই হিসাবে এবারে সেই জেলায় তাঁদের পঞ্চায়েতের জয়জয়কার অবাক করার মতো কিছু নেই। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় একুশের ভোটে বিজেপি ও তৃণমূল উভয়েই ৩টি করে আসন জিতেছিল। সেই হিসাবে এই জেলায় পঞ্চায়েতের ফলাফলেও সেই সমান সমান আসন দখল করা উচিত ছিল। বা নূন্যতম পক্ষে কাঁটায় কাঁটায় লড়াই করা উচিত ছিল। কিন্তু তা মোটেও দেখা যাচ্ছে না। বরঞ্চ প্রাপ্ত তথ্যের ছবি বলছে জেলায় বিজেপির কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েছে তৃণমূল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘একটা বিধায়ক রবীন্দ্রনাথের ছবি দিচ্ছে উল্টো করে’, মমতার কটাক্ষে অস্বস্তিতে বিজেপি

সন্দেশখালিতে তৃণমূল বিধায়কের সামনে মহিলারা এক তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক পেটাল

‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব’, আবারও বোসকে নিশানা মমতার

‘তিন দফায় বিজেপি এ পাশ, ওপাশ, ধপাস’, আমডাঙায় মমতার CAA বার্তা

ভোটের আগের দিন জামুড়িয়ার বুথে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর