এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নবগ্রামের পরে বহরমপুর, যুবকের মৃত্যুতে কাঠগড়ায় পুলিশ

নিজস্ব প্রতিনিধি: একই জেলা। প্রায় একই ঘটনা। আবারও জনতার ক্ষোভের মুখে পুলিশ। নজরে মুর্শিদাবাদ(Murshidabad)। দিন দুই আগেই সামনে আসে এই জেলারই নবগ্রামে(Nabagram) থানার লকআপে এক যুবককের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ওই যুবকের পরিবার ও ক্ষিপ্ত জনতার অভিযোগ পুলিশ(Police) ওই যুবককে পিটিয়ে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। সেই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে নবগ্রাম থানা চত্বর। ওই ঘটনায় নবগ্রাম থানার ওসি ও ওই ঘটনার তদন্তকারী অফিসার সাসপেন্ড হয়। এবার সেই ঘটনার পরে প্রায় একই রকমের ঘটনা ঘটার অভিযোগ উঠল মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরের(Baharampur) বুকে। সেখানে অভিযোগ উঠেছে, পুলিশ এক কলেজ পড়ুয়াকে পিটিয়ে মেরে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘটনার ৩০ ঘন্টা পরে ওই যুবদের নিথর দেহ উদ্ধার হয়েছে গঙ্গা থেকে।

আরও পড়ুন মমতার বাংলায় এবার আত্মনির্ভর পঞ্চায়েত, নজরে আর্থিক স্বনির্ভরতা

জানা গিয়েছে, বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া অতুনু ঘোষকে(২০) পুলিশ বিনা কারণে, বিনা অভিযোগে, বিনা কাগজপত্রে শনিবার দুপুরে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। বিকালেই অতুনুর পরিবার জানতে পারে সে গঙ্গায় ডুবে গিয়েছে। কী করে পুলিশের হাতে আটক একজন গঙ্গায় ডুবে যায় সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছে। পুলিশের দাবি, আদালতে নিয়ে যাওয়ার পথে ওতুনু নাকি পুলিশের হাত ছাড়িয়ে গঙ্গায় ঝাঁপ দেয় পালিয়ে যাওয়ার জন্য। মাঝ গঙ্গা পর্যন্ত সে সাঁতরে চলেও যায়। কিন্তু সেখান থেকে সে আর পাড়ে ফিরে আসতে পারেনি। চোরাস্রোতের কারণে সে গঙ্গায় ডুবে যায়। অতুনুর পরিবার বার বার পুলিশের কাছে আর্জি নামিয়েছিল অতুনুকে উদ্ধার করতে পদক্ষেপ নেওয়ার। কিন্তু অভিযোগ পুলিশ সেই কথায় কর্ণপাত করেনি। এরপর রবিবার রাতের দিকে অতুনুর নিথর দেহ ভেসে ওঠে শহরের এক ঘাটে।  

আরও পড়ুন স্টেশনের আধুনিকীকরণে ভোট আসবে কী, প্রশ্ন বিজেপিরই অন্দরে

এখন সেই ঘটনায় অতুনুর পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মেরে দিয়েছে পুলিশ। তারপর দেহ ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়। সেই দেহই মিলেছে রবিবার রাতে। নবগ্রামের ঘটনার রেশ কাটার আগেই ফের মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের কাছে বহরমপুরের ঘটনা এখন বেশ চাপের হয়ে গিয়েছে। তাই তড়িঘড়ি জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনার যথাযথ তদন্ত হবে ও সেখানে দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে। অতুনুর দেহ রবিবার রাতেই পাঠানো হয়েছে শহরের বুকে থাকা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে এদিন তাঁর দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ ও অতুনুর বাড়ির পরিবার এখন সেই ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

লেশমাত্র টেনশন নেই, ভোটের দিন দেদার নিজস্বী তুলে সময় কাটালেন মহুয়া

নদিয়ায় ইভিএম বিভ্রাট, সব ভোট নাকি পড়ছে বিজেপিতে, তুমুল উত্তেজনা দিনভর

স্মৃতিচারণ থেকে কটাক্ষ, উনিশের সংঘর্ষ থেকে বন্দুকের কারখানা, নোয়াপাড়ায় ছুঁয়ে গেলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর