এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মাটির মূর্তি ছাড়াই কালী পুজো, প্রাচীন রীতি পূর্ব বর্ধমানের গোপালনগরে

Custardy: Google

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর মাস মানেই উৎসবের আমেজ। দুর্গার পুজোর পর এবার কালী পুজো। যদিও পঞ্জিকা মতে এবারে কালী পুজো নভেম্বরের শুরুতে। হালকা শীতের আমেজকে সঙ্গে নিয়ে আলোর উৎসবে মেতে উঠবে সবাই। ইতিমধ্যেই মন্ডপগুলিতে প্রস্তুতি তুঙ্গে। শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। খড়, মাটি, রঙ থেকে ধীরে ধীরে নানাবিধ অলংকারে সাজিয়ে তোলা হবে মা কালীকে।

কিন্তু কালী পুজোর আগে অন্য় ছবি দেখা গেল গোপালনগরে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত একটি গ্রাম গোপালনগর। বহু বছরের পুরনো প্রথা অনুযায়ী, এই গ্রামে মাটির প্রতিমা তৈরিতে রয়েছে নিষেধাজ্ঞা। জানা গিয়েছে, পুজো হয়, তবে তা কোনও মাটির মূর্তিতে নয়। এখানে দেবী কালী পুজো পান শতাব্দী প্রাচীন দেবীর প্রস্তর মূর্তিতে।

মন্তেশ্বরের গোপালনগর গ্রামের গ্রাম্য দেবী-মা কালী এবং মা মনসা। একই মন্দিরে প্রস্তর খদিত মূর্তি রূপে পাশাপাশি পুজিতা হন এই দুই দেবী। জানা যায়, কয়েকশো বছর আগে গ্রাম সংলগ্ন একটি জায়গা থেকে লাঙ্গলের ফালে একটি প্রস্তর মূর্তি ওঠে। পরবর্তীকালে বর্ধমান রাজ পরিবারের তরফে প্রদান করা হয় আরও একটি প্রস্তর মূর্তি। মন্দিরে আজও পুজা পায় সেই মূর্তি।

আরও জানা গিয়েছে, গ্রাম্য দেবীর সেবায়েত হিসেবে গ্রামে আসে ভট্টাচার্য পরিবার। তারপর থেকে দেবীর পূজা-অর্চনা ও ভোগের দায়িত্বে রয়েছে তারাই। এই প্রসঙ্গে সেবায়েত পরিবারের এক সদস্য জানিয়েছেন, “এই মূর্তিতেই শুধুমাত্র আমাদের গ্রামে পুজো হয়। কোনও মাটির প্রতিমা আসে না। কেউ আনার চেষ্টা করলে তাদের ক্ষতি হয়, এটা আমাদের শোনা কথা। বহুদিন ধরে এই রীতি চলে আসছে।”

কার্তিক মাসে দীপালিকা কালীপুজোর দিন বেশ কিছু রীতি মেনে পুজো করা হয় এখানে। পুজোর উপাচারে চালের প্রদীপ দেওয়া হয়। লক্ষ্মী, অ-লক্ষ্মী পুজোর পর হয় কালীর আরাধনা। তবে কালী পুজোর পাশাপাশি এই দেবীর মূল পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় নবমী তিথিতে। বছরে একমাত্র ওই দিনই মন্দির থেকে বের করে আনা হয় দেবীর প্রস্তর মূর্তি। বহুবিধ অলংকারে সাজিয়ে রথে করে গ্রামে প্রদক্ষিণ করানো হয় দেবী মূর্তি।

সেবায়েত পরিবারের এক গৃহবধূ শুভলক্ষী ভট্টাচার্যের কথায় কারও জমি, পুকুরে সবজি মাছ হলে, প্রথম তা নিবেদন করা হয় গ্রাম্য দেবীর কাছে। বিভিন্ন নিয়ম-রীতি মেনে নানা ভোগ নিবেদন করা হয় দেবীকে। দেবীরব ভোগ এবং পুজো ঘিরে ব্যস্ততায় দিন কাটে পরিবারের মহিলাদের। এ ভাবেই কয়েকশো বছর ধরে পুজো হয়ে আসছে গোপালনগরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বহরমপুরে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে তৎপর কমিশন ও কেন্দ্রীয় বাহিনী

বহরমপুরে অধীররাজ ঘোচাতে বদ্ধপরিকর তৃণমূল, ভরসা পাঠানবাজি

রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল

দাদা ইউসুফের নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভাই ইরফান

সন্দেশখালিকাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

‘পরিসংখ্যানের লড়াই হোক, শ্বেতপত্র প্রকাশ করুন’, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর