এই মুহূর্তে

বার্গার খেলে হাতে-মুখে কি লেগে যাচ্ছে ? জেনে নিন সহজ পদ্ধতি

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ  বার্গার খেতে ছোট থেকে বড় সকলেই ভালবাসে। তবে বার্গার খেলে মুখে আর হাতে সব মেখে যায়। আর তারফলে অনেকেই রেস্টুরেন্টে বসে বার্গার খেতে চান না । তাই বার্গার খাওয়াটা কি খুবই কঠিন ? জেনে নিন কি করে মুখে না লাগিয়ে সহজে বার্গার খাবেন রেস্টুরেন্টে।

১) বার্গার অর্ধেক করে নিনঃ পুরো বার্গারটি একসঙ্গে খেলে অসুবিধার হয় । তাই বার্গারটি যদি মাঝ বরাবর দুই টুকরো করা যায় তাহলে খেতে বেশ সুবিধা হবে। তাই রেস্টুরেন্টে বার্গার খেলে অবশ্যই সেটিকে অর্ধেক করে নিন।

২) বার্গারটিকে উল্টে ফেলুনঃ রেস্টুরেন্টে গিয়ে পুরো বার্গারটিকে উল্টে ফেলুন। কারণ , বার্গারের নীচে থাকে সস তাই উল্টে নিলে মুখে আর হাতে মেখে যাওয়ার সম্ভাবনা কম থাকে । তাই বার্গারটিকে উল্টে নিলে খেতেও সুবিধা হবে।

৩) বার্গার খেতে ছুরির ব্যবহারঃ রেস্টুরেন্টে  বার্গার খেতে গেলে ছুরি ব্যবহার করুন। ছুরি দিয়ে প্রথমে বার্গারটি কেটে নিন। তারপর ফয়েল কাগজে করে বার্গারটি  খান। তাতে আপনার হাতে বা মুখে বার্গার মাখামাখি হবে না।

৪) টিস্যু রাখুনঃ বার্গার খাওয়ার সময় হাতের কাছে টিস্যু রাখুন। তাতে সস মুখে লেগে গেলে সহজেই পরিষ্কার করা যাবে। তাই টিস্যু রাখতে ভুলবেন না।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রেকফাস্ট হোক বা ডিনার, একবার খেয়ে দেখুন টমেটোর পরোটা

বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৫ গাছ, কেন জেনে নিন…

পৌষ পার্বণে আনুন নতুনত্বের স্বাদ, কম সময়ে বানিয়ে ফেলুন রাঙা আলুর পিঠে

বাংলায় নিপা ভাইরাসের থাবা, উৎপত্তি কোথায়, কীভাবে ছড়ায়? উপসর্গ জেনে এখনই সতর্ক হন

মকর সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই সমস্ত জিনিস, নেমে আসবে চরম বিপর্যয়

শীতকালের সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন সয়াবিন পপকর্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ