এই মুহূর্তে




বিয়ে বাড়ির অনুষ্ঠানে মত্ত বাবা-মা, গাড়িতেই দমবন্ধ হয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! তিন বছর বয়সী সন্তানকে গাড়িতে লক করে আটকে বাবা-মা চলে গেলেন বিয়ে বাড়ি। শেষমেশ ছটফট করতে করতে শ্বাসরোধ হয়ে মারা গেল ফুটফুটে বাচ্চাটি। সম্প্রতি এমন নির্মম ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের কোটা। ঘটনাটি ঘটেছে, বুধবার সন্ধ্যায়। তাহলে বলাই চলে, সন্তানের জীবনের চেয়েও বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা বিশেষ হয়ে দাঁড়ায় নিহত বাচ্চাটির বাবা-মায়ের কাছে। কিন্তু তা একেবারেই নয়, সম্পূর্ণ অবচেতনভাবেই গাড়িতে আটকা পড়েছিল নিহত গরভিকা নগর।

খাতলি থানার এসএইচও বৃহস্পতিবার জানিয়েছেন, ঘটনার দিন নিহতের বাবা প্রদীপ নগর এবং তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে জোরারপুরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। নিহত মেয়েটির বাবা প্রদীপ নগর তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্যে গন্তব্যে পৌঁছন। এরপর পরিবারের লোকজন অনুষ্ঠানস্থলে পৌঁছে নিহত বাচ্চাটির মা ও দিদি গাড়ি থেকে বেরিয়ে আসেন। এবং তাঁরা ভেতরে চলে যান। প্রদীপ নগর তখন গাড়ি পার্ক করতে যান। উনি ভেবেছিলেন বোধহয় তাঁর দুই মেয়েই তাঁদের মায়ের সঙ্গে অনুষ্ঠানস্থলের ভিতরে চলে গেছে। এরপরেই গরভিকার বাবা আর গাড়ি না চেক করেই গাড়িটি লক করে অনুষ্ঠানে যোগ দিতে ভেতরে চলে যান। এরপর গরভিকার বাবা-মা বিয়ে বাড়িতে প্রবেশ করে আত্মীয় স্বজনদের দেখা করেন। তাঁরাই লক্ষ্য করেন যে, তাঁদের সঙ্গে তাঁদের ছোট মেয়ে গরভিকা নেই।

তাঁদের জিজ্ঞাসা করলেই প্রদীপ নগর বুঝতে পারেন তাঁদের সঙ্গে তাঁর মেয়ে আসেনি। তখনই মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়েন মেয়েটির বাবা-মা এবং আত্মীয় স্বজনরা। এরপর বিয়ের ভেন্যুতে ঢোকার ঘণ্টাখানেক পর, গরভিকাকে খুঁজতে তাঁরা তাঁদের গাড়ির সামনে আসে। তখনই তাঁরা দেখতে পান, গাড়ির পিছনের সিটে ‘অচেতন’ অবস্থায় পড়ে রয়েছেন তাঁদের মেয়ে। প্রচণ্ড শ্বাসকষ্টে তাঁর সেখানেই মৃত্যু হয়। এরপরে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যায় যায় তাঁরা। আর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে বাচ্চাটির বাবা-মা ময়নাতদন্ত করতে অস্বীকার করেছে এবং পুলিশে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

খুদে পড়ুয়াদের মগজ ধোলাই দিল্লির বিজেপি সরকারের, পড়ানো হবে আরএসএসের ইতিহাস

স্ত্রীকে খুন করে বন্ধুদের কাছে মেসেজ, তারপরেই যা হল ….

SIR- এর পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

বিড়াল পুষতে চাইলে লাগবে লাইসেন্স, নাহলে গুণতে হবে জরিমানা, কোন শহরে চালু এমন নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ