এই মুহূর্তে




‘খুন-আত্মহত্যা করতেই পারে না’, ট্যাংরাকাণ্ডে দাবি দে পরিবারের ঝাড়ুদারের

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ট্যাংরাকাণ্ডে দে পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যুতে ক্রমেই বাড়ছে রহস্য।বাড়ির মহিলা সদস্যদের রক্তাক্ত দেহ পড়েছিল তিন তলার ঘরের মেঝেতে। এবার হাড়হিম তথ্য দিলেন ট্যাংরা থানা এলাকারই বাসিন্দা তথা দে বাড়ির পুরনো পরিচারক বাবলা। শুক্রবার(২১ ফেব্রুয়ারি)নিজের বাড়ির অদূরে দাঁড়িয়ে বলেন, অত্যন্ত ভালো লোক তাঁরা। একেবারে সোনার পরিবার। ভাইয়ে ভাইয়ে খুব মিল। একেবারে বন্ধুর মতো। কিন্তু সেই পরিবার আত্মহত্যা করতে পারে বা দুই ভাই নিজেদের স্ত্রীকে খুন করতে পারেন, এমনটা হতেই পারে না। দে বাড়ির পরিচারক বাবলার এমন মন্তব্যে শুরু হয়েছে জোর তরজা।

বাবলার কথায়, দে পরিবার, আত্মহত্যা বা খুন করতেই পারে না…। একইসঙ্গে তিনি আরও জানান, পরের দিন বেল বাজালেও দরজা খোলেনি দে পরিবার।দরজা থেকে ফিরে যেতে হয়েছে তাঁকে। এরপরই দে বাড়ির ছেলে প্রণয় ফোন করে জানিয়েছিলেন ‘আজকে কাজে আসতে হবে না, কালকে আসিস’! একই সঙ্গে তিনি বলেন, বাড়ির পুরোহিতকেও বলে দেওয়ার জন্যে। তিনিও যাতে কাজে না আসেন।

গত ১৫ বছর ধরে দে বাড়িতে কাজ করে আসছেন বাবলা। বাবলা পেশায় হল দে বাড়ির ঝাড়ুদার। দে বাড়িতে কাজ করা কালীন কোন আর্থিক সমস্যায় পড়তে হয় নি তাঁকে বলে জানান তিনি। সবসময় মাইনে মাসের এক তারিখে দিয়ে দিতেন। তবে গত শেষ কয়েক মাস স্যালারি দিতেও দেরি করেছে। গত ১৫ বছরে নাকি এমনটা হয় নি। তিনি আরও জানান, বাড়িতে রান্নার লোক-সহ আরও বেশ কয়েকজন কর্মচারী রয়েছেন। প্রতিমাসে ঠিক টাইমে তাদের প্রত্যেকের মাইনে দিয়ে দিতেন। কোনও সমস্যা নিয়ে গেলে প্রচুর হেল্প করতেন। পুজোর সময়ও বাড়তি অর্থ দিতেন বাড়ির পরিচারক-পরিচারিকাদের। বাবলা জোর গলায় বলে ওঠেন খুন বা আত্মহত্যাও করতে পারে না দে বাড়ির সদস্যরা। নিশ্চয়ই অন্য কোন কারণ আছে।

ট্যাংরায় দে বাড়ির মৃত্যু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। দে বাড়ির ৩ মহিলা সদস্যের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। অন্যদিকে বাড়ির তিন পুরুষ সদস্য গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু গোটা ঘটনাই যেন এখনও রহস্য। এখও পর্যন্ত তদন্তে জট কাটে নি। মহিলারা কি আত্মঘাতী হয়েছেন? নাকি খুন? আর এই দুর্ঘটনাও কি ইচ্ছাকৃত ? নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

মুখ্যমন্ত্রীর হাতে ২০৭ কোটি ৯৯ হাজার ৯১৫ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন, বিস্ফোরক অভিযোগ মমতার

ফের মেট্রোর ব্লু লাইনে ব্যহত পরিষেবা, দমদম-দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

কিছুক্ষণের মধ্যে প্রবল দুর্যোগ ধেয়ে আসছে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ