এই মুহূর্তে




নবমীতে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, আজ থেকে ফের শুরু বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: নবমী থেকে রাজ্যে দুর্যোগের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন রাত থেকে দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দশমী ও একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মহালয়ার পরেই জানানো হয়েছিল ষষ্ঠী থেকে দশমী ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ। কিন্তু মায়ের আগমনে সেই সমস্ত দুর্যোগ কেটে গিয়েছিল। এবার মায়ের বিদায় বেলা। মায়ের বিদায়ের সময়ে ভারাক্রান্ত প্রকৃতিও। তাই নবমী থেকে ফের দুর্যোগ ঘনিয়েছে দক্ষিণবঙ্গে। আন্দামান সাগরের উপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণ বঙ্গ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

অষ্টমীর দিন দুপুরে কলকাতা শহর তার সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল তাহলে কি অষ্টমীর রাতেও চলবে বৃষ্টি? তবে বৃষ্টির আশঙ্কাকে তুচ্ছ করেই মণ্ডপ পরিদর্শন করেছেন দর্শনার্থীরা। এর আগে বৃষ্টিতে ভিজেও প্রতিমা দর্শন করতে দেখা গিয়েছে তাদের। এদিকে নবমী পেরিয়ে দশমীতেই মায়ের বিসর্জন। আরও এক বছরের অপেক্ষা। তাই মন ভাল নেই আকাশেরও। ষষ্ঠী ও সপ্তমীর আকাশ ঝলমলেই ছিল। অষ্টমীর সকাল পরিষ্কার থাকলেও বেলা বাড়তেই মেঘ করতে শুরু করে। দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়। রাত্রে আবার উত্তর কলকাতা ভেজে বারিধারায়। আবার নবমী থেকে শুরু হবে হালকা মাঝারি বৃষ্টি। দশমী ও একাদশীতে গভীর নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের ছবিটাও প্রায় একই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

নবমীর সকালেও আকাশ রোদ ঝলমলে। তবে বেলা বাড়তে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। দশমী ও একাদশীতে দক্ষিণবঙ্গের পশ্চিমদিকের একাধিক জেলা ভারী বৃষ্টিতে ভাসতে পারে। শনিবারেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলাতেই। আগামী রবিবার ৫ অক্টোবর রয়েছে কার্নিভাল। ওইদিন থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুজোয় ৫দিনে আইন ভাঙার অপরাধে শহরে গ্রেফতার ৩৪৮ জন

প্যান্ডেল হপিং সৌরভের, শ্রীভূমিতে তুললেন নিজস্বী, সুরুচিতে বাজালেন ঢাক

রাত পোহালেই বিজয়া দশমী, গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ

নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, বাজালেন কাঁসর-ও

বর্ষাতিকে সঙ্গী করেই ‘নবমী নিশি’তে মণ্ডপে-মণ্ডপে মানুষের ঢল

পলাশচাবড়ী সর্বজনীনের থিম ‘ধামসা মাদলের দেশে মা আপন বেশে’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ