এই মুহূর্তে




পাক সেনার ওপর হামলার পর ব্যাপক অভিযান, নিহত অন্তত ৩০ সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় তিন দিন আগে সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তারপর থেকেই চলছে সেনা, পুলিশ যৌথ বাহিনীর একের পর এক অভিযান। বৃহস্পতিবার অর্থাৎ ৯ অক্টোবর রাতে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তদফতর সংযোগ বিভাগ আইএসপিআর এক বিবৃতি মারফত জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাতে কমপক্ষে ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআর স্পষ্ট দাবি করেছে যে পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে তারা বদ্ধপরিকর।

গত ৮ অক্টোবর বুধবার ওরাকজাই এবং পার্শ্ববর্তী জেলা কুররমের সংযোগ সড়কে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তহেরিক- ই- তালিবান পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। গুলি ও বোমা হামলার ফলে ২ সেনা আধিকারিক এবং ৯ জন সেনা কর্মী নিহত হন। আইএসপিআর নিহত দুই সেনা কর্মীর নাম পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিখ এবং মেজর তায়াব রাহাত।

জানা গিয়েছে , ৭ ও ৮ তারিখে ওরাকজাইয়ে অভিযান চালিয়ে সেনাবাহিনী ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছিল। ৮ অক্টোবর সকালে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিখ এবং মেজর তায়াব রাহাতের নেতৃত্বে সেনাবাহিনী ওরাকজাই থেকে ফিরছিল। ওরাকজাই ও কুররম সংযোগ সড়কে কনভয় ওঠার কিছুক্ষণের মধ্যেই টিটিপি সন্ত্রাসীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে।

সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় লুকিয়ে ছিল। এরপর কিছু সময়ের মধ্যেই সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটে। তার ফলে দুটি কনভয় উড়ে যায়। দুই আধিকারিক মারা যান। যদিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিখ, মেজর তায়াব রাহাত এবং সেনারা আলাদা গাড়িতে ছিলেন। এদিকে ৯ অক্টোবর ওরাকজাইয়ের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার অপর জেলা ডেরা ইসমাইল খানেও সেনাবাহিনী অভিযান চালিয়ে আট জন সন্ত্রাসীকে হত্যা করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

দীর্ঘ দু’বছর পর প্রথম মৃত্যুভয় ও বোমা-ড্রোনের শব্দ ছাড়া কাটল গাজাবাসীর প্রথম রাত

রক্তাক্ত পাকিস্তান, পুলিশের গুলিতে নিহত ১১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ