এই মুহূর্তে




জম্মু ও কাশ্মীর নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে, সময় বেঁধে দিলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন দায়ের হয়েছিল। সেই সব আবেদনের জবাব দাখিলের জন্য কেন্দ্রকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ একাধিক আবেদনের শুনানি করেছেন। এর মধ্যে শিক্ষাবিদ জহুর আহমেদ ভাট এবং সামাজিক-রাজনৈতিক কর্মী আহমেদ মালিকের দায়ের করা আবেদনও ছিল। সেই সকল আবেদনে বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরকে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, এই আশ্বাস কেন্দ্রকে দিতে হবে। জম্মু ও কাশ্মীরকে ২০১৯ সালে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে (ইউটি) বিভক্ত করা হয়েছিল।

সরকারের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতকে বলেন যে কেন্দ্র জম্মু ও কাশ্মীরের নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। কারণ দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বৃহত্তর উদ্বেগের বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর বিধানসভার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। বলা হয়েছে যে জম্মু ও কাশ্মীরের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে পহেলগাঁও হামলা সহ বেশ কিছু ঘটনা ঘটেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে (রাজ্য পুনরুদ্ধারের বিষয়ে) সমস্ত কিছু বিবেচনা করতে হবে। এর জন্য কিছুটা সময় দরকার।” তখনই শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয়, ছয় সপ্তাহ সময় দেওয়া হচ্ছে।

২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়, যথা- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত পরে সুপ্রিম কোর্ট বহাল রাখলেও, শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ ২০১৯ সালের আইনের উপর রায় দিতে অস্বীকৃতি জানায়। এই আইনই জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পথ প্রশস্ত করেছিল।আইনের বৈধতা নিয়ে রায় না দেওয়ার সিদ্ধান্তটি এসজি তুষার মেহতার সুপ্রিম কোর্টকে দেওয়া আশ্বাসের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে মর্যাদা অস্থায়ী হবে এবং যথাসময়ে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

আলিগড়ের ব্যবসায়ী খুনের অভিযোগ, গ্রেফতার অখিল ভারত হিন্দু মহাসভার সদস্য পূজা শকুন পান্ডে

বিহারের ভাইরাল গার্লকে রাশিয়ান ভেবে ধোঁকা খাচ্ছে সকলে! জেনে নিন পরিচয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ