এই মুহূর্তে




ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

নিজস্ব প্রতিনিধি : দেশের নিরাপত্তা রক্ষায় নিজেদের নিয়োজিত করেছিলেন। সেই কারণে কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদমন অভিযানে গিয়েছিলেন বীরভূমের সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের পলাশ ঘোষ। কিন্তু প্রকৃতি ছিল বিমুখ। অভিযান চলাকালীন তুষারঝড়ের মুখে পড়েন বাংলার দুই জওয়ান। তারপর থেকেই খোঁজ ছিল না দুজনের। অবশেষে তাঁদের দেহ উদ্ধার হওয়ার পর বাড়িতে ফিরিয়ে আনা হচ্ছে।

শত্রুকে নিকেষ করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা। শনিবার নিজের বাড়িতেই ফিরছেন কফিনবন্দী হয়ে। ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ ২ জেলা। শুক্রবার সেনার পক্ষ থেকে সুজয় ঘোষের পরিবারকে জানানো হয়, গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়েছে বলে বাড়িতে খবর আসে। শনিবারই তাঁকে বীরভূমের বাড়িতে নিয়ে আসা হবে। অন্যদিকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামে বাড়ি পলাশ ঘোষের। শনিবার তার মৃতদেহ নিয়ে আসে হবে। বাড়ির ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজন ও স্থানীয় মানুষজন।

জানা গিয়েছে, সুজয় ঘোষ বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামের বাসিন্দা। পলাশ ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর পঞ্চায়েতের বলরামপাড়ার বাসিন্দা। ভারতীয় সেনার এলিট প্যারা ইউনিটের সেনা হিসেবে কাজ করছিলেন তাঁরা। গত মঙ্গলবার কোকেরাং-এ এক জঙ্গিদমন অভিযানে ছিলেন তাঁরা। কিন্তু সেদিন আচমকাই এক তুষারধসে নিখোঁজ হয়ে যান তাঁরা। কোনও খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার ও শুক্রবার দুজনের দেহ উদ্ধার করে সেনা। এবার তাঁরা ফিরছেন বাড়িতে। নিজের পায়ে হেঁটে শত্রুকে ধ্বংস করতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু সুস্থভাবে আর ফেরা হল না। ফিরছেন চেনা বাড়িতে, চেনা এলাকায়, কিন্তু সেটা কফিনবন্দী হয়ে। শেষবারের মতো নিজের পরিবার পরিজনদের কাছে ফিরছেন বাংলার ২ জওয়ান।

বাড়িতে খবর পৌঁছে যাওয়ার পর থেকে ভিড় জমতে শুরু করেছে। সকলের চোখেই জল। চারদিকে চাপা যন্ত্রণার পরিবেশ। ছেলেকে শেষবারের মতো বিদায় জানাতেও প্রস্তুত দুই জেলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে, তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

দলের নেতাদের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা পেলেন খুনের হুমকি !

বারাসতে কালী পুজো নিষিদ্ধ, গ্রামের মানুষকে পুজো দেখতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশের ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

‘দো ফুল এক মালি’, দুই স্ত্রীকে নিয়ে করবা চৌথ পালন করে চমকে দিলেন আগ্রার বাসিন্দা

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ