এই মুহূর্তে




গাছের গুঁড়িতে বা বারান্দার ধুলোয় বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা

নিজস্ব প্রতিনিধি,সোনামুখী: গাছের গুঁড়িতে বসে মিড ডে মিল খাচ্ছে ছাত্ররা।একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা ও খাবার পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাঁকুড়ার সোনামুখী শহরের প্রাচীন ও সুপরিচিত সোনামুখী বি. জে. হাইস্কুলে সেই চিত্র আজও বাস্তব হয়নি। পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে যেখানে মিড-ডে-মিলের(Mid Day Meal) জন্য আলাদা সেড আছে, সেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখনো বারান্দার ধুলোয় বসে খাবার খেতে বাধ্য হচ্ছে।কেউ বারান্দার মাটিতে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর কেউ আবার গাছের গুড়িকে আসন বানিয়ে খেতে বসেছে।

এ যেন একটি পুরোনো দিনের ছবি, যা এই নামকরা বিদ্যালয়ের সঙ্গে একেবারেই মানায় না।মিড-ডে-মিলের মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু সেড না থাকায় সোনামুখী বি. জে. হাইস্কুলের(Sonamukhi B J High School) শিশুদের প্রতিদিন অস্বস্তিকর, ধুলোমাখা পরিবেশে খাবার খেতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্য ও মানসিকতার উপর প্রভাব ফেলতে পারে।এই পরিস্থিতি দ্রুত বদলানো জরুরি। দীর্ঘ ঐতিহ্যের এই বিদ্যালয়ের শিশুদের আর ধুলোয়, দাঁড়িয়ে বা গাছের গুড়িতে বসে খাদ্যগ্রহণ করতে না হয়।সেই জন্য একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণ এখন সময়ের দাবি।

স্থানীয় প্রশাসন, শিক্ষা দপ্তর ও প্রতিনিধিদের কাছে আবেদন- এই লেখা যেন তাঁদের দৃষ্টি আকর্ষণ করে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ খাবার স্থান দ্রুত তৈরি হয়।ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় জানান জেলায় যে বাইশটি স্কুল আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্কুল এটি। ৭৮৫ জন ছাত্র ও স্কুলের বিরুদ্ধে মিল পেয়ে থাকেন। কিন্তু পুরনো এই স্কুলটিতে আজ পর্যন্ত ছাত্রদের মিড- ডে -মিলের খাদ্য খাওয়ার জন্য মাথার উপর কোন সেড তৈরি করা হয়নি। ফলে খাবার দুপুরবেলায় তাদের খোলা উঠোনের নিচে দাঁড়িয়ে খেতে হয়। এই ব্যাপারে তিনি একাধিকবার বিভিন্ন দফতরে আবেদন জানিয়েছেন। কিন্তু আজ অবদি তা বাস্তবে রূপ নেয়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে ডাক পেলেন ২০,৫০০ চাকরিপ্রার্থী

মাটি বোঝাই ডাম্পারে NKDA স্টিকার লাগিয়ে শীত পড়তেই রমরমিয়ে চলছে পুকুর ভরাট

হাওড়া কর্পোরেশনে দুর্নীতি অভিযোগ, ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

মদ ও জোয়ার ঠেক বন্ধ করার দাবিতে বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ গ্রামের প্রমিলা বাহিনী

শীতের কলকাতাকে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে পরিবহণ দফতর

স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের হয়রানি, ২০ ‘রোমিও’র মাথা ন্যাড়া করে শাস্তি দিলেন অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ