এই মুহূর্তে




দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দিল্লি অশান্তি কাণ্ডে ধৃত উমর খালিদের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে তিনি মাত্র দু’সপ্তাহের জন্যে শর্তাধীন জামিন পেয়েছেন। আসলে তাঁর বোনের বিয়ে সামনেই, সেখানে উপস্থিত থাকার জন্যে তিনি জামিনের আবেদন করেছিলেন। জেলবন্দী JNU-এর প্রাক্তন ছাত্র উমর খালিদের সেই আবেদনই বৃহস্পতিবার মঞ্জুর করেছে দিল্লির একটি ট্রায়াল কোর্ট। জানা যায়, যিনি দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মূল অভিযুক্ত ছিলেন তিনি। তাঁকে মাত্র দুই সপ্তাহের জামিন দিয়েছে কারকারডুমা আদালত। যাতে তিনি এই মাসের শেষের দিকে তাঁর বোনের বিয়েতে যোগ দিতে পারেন। ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ২০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং একই পরিমাণের দুটি জামিনদারে খালিদ মুক্তি পেয়েছেন। তাঁর বোনের বিয়ে ২৭ ডিসেম্বর।

২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার পিছনে কথিত ষড়যন্ত্রের অভিযোগে খালিদ ২০২০ সালের সেপ্টেম্বর থেকে হেফাজতে রয়েছেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং উচ্চ আদালতে একাধিকবার জামিন চেয়েছিলেন। তবে খালিদের এই ধরনের আবেদন এটাই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে, পারিবারিক বিয়েতে যোগদানের জন্য তাঁকে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল এবং ২০২২ সালে তিনি তাঁর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন। তবে দিল্লির দাঙ্গার মামলায় দিল্লি হাইকোর্ট ২০২২ সালের অক্টোবরে তাঁর জামিন নাকচ করে দেয়। তারপরেই খালিদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তার দ্বিতীয় জামিনের আবেদনটি ট্রায়াল কোর্ট খারিজ করে দেয়। তারপর তিনি আবার হাইকোর্টে আবেদন করেন। ২ সেপ্টেম্বর, একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে যে ষড়যন্ত্রে খালিদের ভূমিকা গুরুতর। তাঁর বক্তৃতাগুলি সাম্প্রদায়িক ভিত্তিতে “গণসংহতি উস্কে দেওয়ার” উদ্দেশ্যে ছিল। তবে আগামী ২৭ ডিসেম্বর খালিদের নিজের বোনের বিয়ে।

তাই আদালত বিচার বিবেচনা করে তাঁকে জামিন দিয়েছে। খালিদকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার সময়, বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে আদালত। যার মধ্যে রয়েছে, জেল থেকে বেরিয়ে খালিদ মামলার সঙ্গে যুক্ত কোনও সাক্ষী বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তদন্তকারী কর্মকর্তাকে তাঁর মোবাইল নম্বর প্রদান করতে হবে। জামিনের সময়কালে এটি সক্রিয় রাখতে হবে। অন্তর্বর্তীকালীন জামিনের সময় তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না। তিনি কেবল তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন। তাঁকে তাঁর বাড়িতে অথবা বিবাহ-সম্পর্কিত স্থানেই থাকতে হবে। অন্তর্বর্তীকালীন জামিনের সময়সীমা শেষ হওয়ার পর খালিদকে ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট কারাগারের সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, গতকালই সুপ্রিম কোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গার পিছনে কথিত ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত UAPA মামলায় কর্মী উমর খালিদ, শারজিল ইমাম এবং অন্যান্যদের জামিন আবেদনের উপর রায় সংরক্ষণ করেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

বিপাকে পড়ে ইন্ডিগোর বড় ঘোষণা! ক্ষতিপূরণ ও ট্রাভেল ভাউচার হিসেবে যাত্রীদের মিলবে ২০,০০০ টাকার সুবিধা

মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন, ইঞ্জিনিয়ারিং ছাত্রের হত্যাকাণ্ডে তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ