এই মুহূর্তে




গোয়া অগ্নিকাণ্ড: জোর ধাক্কা নৈশক্লাবের মালিক লুথরা ভাইদের, জামিন আর্জি খারিজ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আইনি ‘রক্ষাকবচ’ পেলেন না বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোয়ার নৈশক্লাবের দুই মালিক সৌরভ এবং গৌরব লুথরা (লুথরা ভাই)। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাঁদের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। জামিন আর্জি খারিজ করতে গিয়ে বিচারপতি  বলেছেন, কোনওভাবেই দুই ভাই আইনি রক্ষাকবচ পাওয়ার যোগ্য নন। তাছাড়া তাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। জামিন আর্জি খারিজ হওয়ার পরে লুথরা ভাইদের গ্রেফতারির সম্ভাবনা আরও বাড়ল।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে উত্তর গোয়ার বাগা বিচ সংলগ্ন আরপোরা নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ আয়োজন করা হয়েছিল বেলি ডান্সের। মধ্যরাত পেরিয়ে চলছিল সেই ‘এনজয়মেন্ট’। সাউন্ড বক্সে গমগম করছিল ‘শোলে’র  সেই বিখ্যাত গান ‘মেহবুবা… মেহবুবা…’। হঠাৎই ছন্দপতন। ফায়ার গান থেকে ডান্স ফ্লোরের একাংশে আগুন ছড়িয়ে পড়ে। নিমিষেই শুরু হয় হুড়োহুড়ি। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় পুরো নৈশক্লাব। পুড়ে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২৫ জনের। এর মধ্যে চারজন পর্যটক, ১৪ জন ক্লাবেরই কর্মী। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ক্লাবটি চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার সহ তিনজনকে। আটক স্থানীয় পঞ্চায়েত প্রধানও। পাশাপাশি ক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যদিও লাইসেন্স না থাকা সত্ত্বেও এতদিন কেন নাইট ক্লাবটির বিরুদ্ধে পুলিশ বা প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

২৫ জনের মৃত্যুর ঘটনায় নৈশক্লাবের দুই কর্ণধার সৌরভ ও গৌরব লুথরার বিরুদ্ধে গত রবিবার (৭ ডিসেম্বর) লুক আউট নোটিশ জারি করে গোয়া পুলিশ। মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে ওই নোটিশ পৌঁছে দিতে গিয়েই বিস্ফোরক তথ্য জানতে পারেন গোয়া পুলিশের আধিকারিকরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ‘রবিবার ভোর সাড়ে পাঁচটায় ইন্ডিগোর বিমানে থাইল্যান্ডের পর্যটন কেন্দ্র ফুকেটের উদ্দেশে রওনা দিয়ে গিয়েছেন দুজনে।’ ভয়াবহ দুর্ঘটনার তিন ঘন্টার মধ্যে দেশ ছেড়ে চম্পট দেওয়া লুথরা ভাইদের দুই সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় গোয়া প্রশাসন। ইন্টারপোলের তরফ থেকে গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) লুথরা ভাইদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়। সেই নোটিশের প্রেক্ষিতে থাইল্যান্ড পুলিশ পলাতক দুই ভাইকে আটক করেছে। তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পলাতক থাকাকালীনই নিজেদের নির্দোষ দাবি করে রোহিনী আদালত ও দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন লুথরা ভাইয়েরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদকে শর্তসাপেক্ষে জামিন দিল সুপ্রিম কোর্ট

ছয় রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি কমিশনের, তালিকায় কি বাংলা রয়েছে?

‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

‘‌২০২৯ সালের আগেই কেন্দ্রের সরকার পড়ে যাবে’‌, নদিয়া থেকে বড় ভবিষ্যদ্বাণী মমতার

বিপাকে পড়ে ইন্ডিগোর বড় ঘোষণা! ক্ষতিপূরণ ও ট্রাভেল ভাউচার হিসেবে যাত্রীদের মিলবে ২০,০০০ টাকার সুবিধা

মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন, ইঞ্জিনিয়ারিং ছাত্রের হত্যাকাণ্ডে তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ