এই মুহূর্তে




ডিগ্রি জালিয়াতির দায়ে বরখাস্ত ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি, ফের মুখ পুড়ল পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান আছে পাকিস্তানেই। ভুয়ো ডিগ্রি নিয়ে বিচারপতি হিসাবে দিব্যি বিচারকার্য চালিয়ে যাচ্ছিলেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি তারেক মেহমুদ জাহাঙ্গিরি। তবে শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সর্দার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মোহাম্মদ আজম খানের ডিভিশন বেঞ্চ ডিগ্রি জালিয়াতির দায়ে বিচারপতি জাহাঙ্গিরিকে বরখাস্ত করেছে। শুধু তাই নয়, অবিলম্বে বিচারপতি হিসাবে তাঁকে নিয়োগের বিজ্ঞপ্তি বাতিল করে নয়া প্রজ্ঞাপনপত্র প্রকাশের নির্দেশ দিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হাইকোর্টের বিচারপতিকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে জালিয়াতির দায়ে বরখাস্ত করা হল।

খাইবার পাখতুনখোয়ার মানসেরার বাসিন্দা তারিক মেহমুদ জাহাঙ্গিরি ২০২০ সালের ৮ ডিসেম্বর ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ পান। গত বছর আর্থা‍ৎ ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে আভিযোগ ওঠে, শিক্ষাগত যোগ্যতা হিসাবে করাচি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্মাতক হওয়ার যে দাবি করেছেন তার সম্পূর্ন অসত্য। শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র দেখিয়েছেন তা ভুয়ো। পাকিস্তানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওই আভিযোগ পেয়েই নড়েচড়ে বসে। করাচি বিশ্ববিদ্যালয়কে বিচারপতি তারেক মেহমুদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। করাচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ‘বিচারপতি তারেক মেহমুদ যে শংসাপত্র দেখিয়েছেন তা অবৈধ।’

এর পরেই ইসলামাবাদ হাইকোর্টকে এ বিষয়ে বিচার শুরুর নির্দেশ দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট। গত এক বছর ধরে বিচারপতি তারেক মেহমুদের ভুয়ো ডিগ্রির বিষয়টি সমাজমাধ্যমে জোরালো চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। এদিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিচারপতি হিসাবে তারেক মেহমুদকে অযোগ্য হিসাবে ঘোষণা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌ইন্ডিয়া তেরা বাপ হ্যায়!‌’‌, দুবাইতে উত্তপ্ত বাদানুবাদে জড়ালেন ভারতীয় বক্সার নীরজ গোয়াট

সোনা জিতলেন থাইল্যান্ডের রানি, স্ত্রীকে পদক পরালেন রাজা

ক্যাবের ভিতর অচেতন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ চালকের বিরুদ্ধে, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার

হবু বরের সঙ্গে ভেঙেছে সম্পর্ক,‌ অভিমানে AI সঙ্গীকে বিয়ে জাপানি তরুণীর

অনুমতি ছাড়াই সৌদিতে নির্বাচনী সভা! আটক একাধিক বাংলাদেশি, সতর্ক করল দূতাবাস

‘টাইম হ্যায়, ইয়ে মাফি মাঙ্গ লে…’, হিজাব বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ