এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সুতপার ওপর প্রতিশোধ নিতে বহরমপুরের মেসেই আশ্রয় নিয়েছিল সুশান্ত

নিজস্ব প্রতিনিধি: ‘সোর্স’ মারফৎ সুশান্ত জানতে পেরেছিল সুতপার সঙ্গে গড়ে উঠছে অন্য ছেলের সম্পর্ক। এক সঙ্গে ঘুরতে যাচ্ছে শপিং মল, সিনেমা হল। সুশান্তকে সেই খবর দিত সুতপারই বান্ধবী। তাকে বোন পাতিয়েছিল সুশান্ত। তা আর সহ্য করতে পারেনি সুশান্ত। তখনই ছক কষেছিল চরম প্রতিশোধের। তারপর প্রকাশ্যে কুপিয়ে খুন (Murder) করে সুতপাকে। তবে যে বন্দুক দেখিয়ে এলাকার সকলকে হুমকি দিয়ে কাছে আসতে না বলেছিল সুশান্ত, তা ছিল খেলনা। জেরায় মূল অভিযুক্ত স্বীকার করেছে, প্রাক্তন প্রেমিকার ওপর প্রতিশোধ নিতে বহরমপুরের একটি মেসেই আশ্রয় নিয়েছিল সুশান্ত।

খুনের আগে মূল অভিযুক্ত বেশ কিছুদিন এলাকায় চালায় রেইকি। আশ্রয় নিয়েছিল বহরমপুরের একটি মেসেই। জেরায় একের পর এক তথ্য উজাড় করে দিচ্ছে সুশান্ত। এদিকে জানা গিয়েছে, ঘটনার পর ৩ দিন কেটে গেলেও ‘খুনি’র বাড়ির কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি। কখনও ফুঁপিয়ে কান্না, কখনও হাসি, কখনও নির্লিপ্ত অবস্থায় না খেয়ে সুশান্ত জেরার সময় কখনও চুপ থেকেছে। কখনও আত্মহত্যা করতে চেয়েছে। কখনও আবার স্বীকার করেও তদন্তের জেরায় করেছে অসহযোগীতা। তারপর পুলিশের (Police) কাছে জেরায় সে জানায়, খুনের বেশ কিছুদিন আগে সুশান্ত আসে বহরমপুরে। সোমবার খুন করে সুতপাকে তবে শনিবার থেকেই সুশান্ত আশ্রয় নিয়েছিল বহরমপুরেরই একটি মেসে। খুনের পর সেই মেসে গিয়েই রক্তমাখা জামা বদলে ফেলে সুশান্ত। তারপরে একের পর এক গাড়ি পালটে পালানোর চেষ্টা করে। তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন, কোন মেসে আশ্রয় নিয়েছিল সুশান্ত।

এদিকে সুতপার বাবার অভিযোগ, সুশান্তকে এড়াতে বারবার তাকে ফোনে ব্লক করে সুতপা। বদলেছে সিম কিন্তু লাভ হয়নি। সেই নাম্বার জোগাড় করে ফেলত সুশান্ত। আরও অভিযোগ, সুশান্তর ছায়া এড়াতেই দূরের কলেজে ভর্তি করা হয় মেয়েকে। তবুও একাধিক নম্বর থেকে সুতপাকে ফোন করত সুশান্ত। মৃতার বাবার অভিযোগ, সুশান্তকে এড়াতে ৫ বার সিম বদল করা হয়েছিল।

সুশান্তের ফেসবুক জুড়ে শুধুই প্রেম ভেঙে যাওয়া আর বিশ্বাসঘাতকতা নিয়ে পোস্ট লক্ষ্য করা যাচ্ছে। সেখানে ম্যাডামজি বলে বদলা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। আবার দেখা গিয়েছে নিজের মোবাইল নিজে ভেঙেই সেই ছবি ফেসবুকে পোস্ট করে সুশান্ত। উল্লেখ্য, পুলিশের কাছে ধরা পড়ে সুশান্ত জানিয়েছিল ফেসবুক লাইভে সে সব কিছু জানাবে। এদিকে, সে মেধাবী বলে পরিচিত ছিল। তার বাড়িতে তার রুমে রাখা সিরাপের বোতল, আঠা। প্রশ্ন উঠছে, তবে কি নেশা করত সুশান্ত? জানা গিয়েছে, মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলত সুশান্ত। খাওয়াদাওয়া করত না। যেত না স্নানেও। অনেকের অনুমান, শুকনো নেশা করত সুশান্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কমিশনের রোষানলে হবিবপুর থানার IC, করা হল বদলি

সাঁইবাড়ির শহরে আজ হাঁটবেন মমতা, জনস্রোতের অপেক্ষায় জি টি রোড

তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

শান্তিপুরে অবসরপ্রাপ্ত বৃদ্ধের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের তমলুক থানায়

ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএমের উত্থানে সংকটে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর