এই মুহূর্তে




পাকিস্তানে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে জনতার হাতে বলি অভিযুক্তর

নিজস্ব প্রতিনিধি, পাকিস্তান: মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের অপমান যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা আজকের এই প্রতিবেদনের উদাহরণ। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বলি হলেন এক পাকিস্তানি। শুধু তাই নয়, তাঁকে গুলিতে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হল জনসমক্ষে। কি মর্মান্তিক! সম্প্রতি উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মনোরম সোয়াত জেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতার হাতে নিহত হয়েছেন এক ব্যক্তি, আহত হয়েছেন আটজন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২০ জুন) পাকিস্তানের পঞ্জাবের শিয়ালকোট জেলায়। নিহত ব্যক্তিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মসজিদে ঢুকে পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দিয়েছেন।

তাই জনতার ক্ষোভের মুখে পড়ে অকালেই প্রাণ হারাতে হল ব্যক্তিটির। এই প্রসঙ্গে পঞ্জাব জেলা পুলিশ অফিসার (ডিপিও), সোয়াত, জাহিদুল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পঞ্জাবের শিয়ালকোট জেলার বাসিন্দা সোয়াতের মাদিয়ান তহসিলে মুসলিমদের পবিত্র কোরআনের কিছু পৃষ্ঠা পুড়িয়ে দিয়েছিলেন। এরপর পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে মাদিয়ান থানায় নিয়ে আসেন। কিন্তু বিক্ষুব্ধ জনতা লোকটিকে তাঁদের হাতে ছেড়ে দিতে বলে থানার বাইরে জড়ো হয়। পুলিশ তা করতে অস্বীকৃতি জানালে জনতা গুলি চালায় এবং পুলিশও পাল্টা গুলি চালায়। আর এমন গুলিযুদ্ধে গুরুতর আহত হয়েছেন একজন ব্যক্তি এবং তাঁকে তড়িঘড়ি মাদিয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেই রেশ টেনে উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়। পরে কয়েকজন বিক্ষুব্ধ জনতা থানায় ঢুকে সন্দেহভাজন ব্যক্তিটিকে গুলি করে এবং তাঁর মরদেহ মাদিয়ান আড্ডায় টেনে নিয়ে ঝুলিয়ে দেয়।

সবটাই জানিয়েছেন পুলিশ আধিকারিক জাহিদুল্লাহ। এ ঘটনায় সৃষ্ট অস্থিরতায় আহত হয়েছেন আটজন। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাদিয়ানে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেপিকে আলি আমিন গন্ডাপুর অপবিত্রতার ঘটনার নোট নিয়েছেন এবং প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে রিপোর্ট চেয়েছেন। মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন এবং জনগণকে শান্ত ও শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরীয় লেখক, চিনে নিন তাঁকে

অভিষেকের প্রচেষ্টায় বাড়ি ফিরছেন ইরাকে আটকে থাকা বাংলার পরিযায়ীরা

আত্মঘাতী বোমা হিসাবে ব্যবহার পাকিস্তানি মেয়েদের, মাসুদের নতুন চালে শিয়রে শমন ভারতে

ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মাটি

‘নমস্কার’ সম্বোধনে সূচনা, ভারতকে বন্ধু বলে মন জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে বোরখা ও নিকাব নিষিদ্ধ করতে বিল আনছে ইতালি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ