এই মুহূর্তে




মহালয়া থেকেই দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে শ্রীভূমির ভ্যাটিক্যান সিটি

নিজস্ব প্রতিনিধি: পুজোয় (DURGA PUJA) ঠাকুর দেখা মানে তালিকায় থাকবেই থাকবে শ্রীভূমি। মণ্ডপ থেকে প্রতিমায় প্রতি বছরেই চমক দেন শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্যোক্তারা। এর আগে চমক ছিল বুর্জ খলিফা। তা দেখতে ভিড় উপচে পড়েছিল এমন যে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল গেট। এবারে সুবর্ণ জয়ন্তীতে চমক রোমের ভ্যাটিক্যান সিটি। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তাই এবারে পুজোর অনেক আগেই সামিল হওয়া যাবে পুজোর উৎসবে। মহালয়া থেকেই দর্শকদের জন্য খুলে যাবে শ্রীভূমির কলকাতা ভ্যাটিক্যান সিটি।

এই পুজো দমকলমন্ত্রী সুজিত বসুর নামেই পরিচিত। আর এই পুজোর থিম মানেই প্রতিবারে নয়া চমক। এবারে খুঁটি পুজোই হয়েছে আরও আড়ম্বর সহকারে। মানে বোঝাই যাচ্ছে পুজোর দিনগুলিতে চমক থাকবে আরও বেশি। ভ্যাটিক্যান সিটি তৈরি করতে গিয়ে মণ্ডপ, সাজসজ্জা এবং পরিচালনার ক্ষেত্রে এবারে দেওয়া হচ্ছে আরও বাড়তি নজর। আর হবে নাই বা কেন, সুবর্ণ জয়ন্তী বলে কথা। জানা গিয়েছে, প্রতিমার সাজসজ্জাতেও থাকবে দুর্দান্ত চমক। 

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, গত বছরের মত ব্যাপক ভিড় সামলাতে নাজেহাল যাতে না হতে হয়, সেই জন্য আগে থেকেই সতর্ক উদ্যোক্তারা। তবে প্রবেশ ও প্রস্থানের জন্য থাকবে একটিই গেট। এছাড়াও দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে বারবার করা হচ্ছে প্রশাসনের সঙ্গে বৈঠক।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

মুখ্যমন্ত্রীর হাতে ২০৭ কোটি ৯৯ হাজার ৯১৫ টাকার চেক তুলে দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, আগামী সপ্তাহ থেকে বঙ্গে শুষ্ক আবহাওয়া

রাজ্য সরকারি আধিকারিকদের হুমকি দিচ্ছে নির্বাচন কমিশন, বিস্ফোরক অভিযোগ মমতার

ফের মেট্রোর ব্লু লাইনে ব্যহত পরিষেবা, দমদম-দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো

কিছুক্ষণের মধ্যে প্রবল দুর্যোগ ধেয়ে আসছে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ