এই মুহূর্তে




৩২ ঘন্টার চেষ্টা ব্যর্থ, বাঁচানো গেল না রাজশাহীতে ৪০ ফুট কুয়োয় পড়ে যাওয়া শিশুকে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: টানা ৩২ ঘন্টা ধরে লড়াই চালানোর পরে ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলান্সে চাপিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন, বেঁচে নেই সাজিদ।

গতকাল বুধবার দুপুর একটা নাগাদ রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা দুই বছরের শিশু সাজিদ খেলতে খেলতে একটি গভীর কুয়োয় পড়ে যায়। প্রায় ৩৫ ফুট গভীর কুয়োয় সিশুর পড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের কর্মীরা। বেলা আড়াইটা থেকে শিশুটিকে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। কিন্তু কুয়োর মুখ সরু হওয়ায় দমকল কর্মীরা পৌঁছতে পারছিলেন না।

ফলে শিশুটিকে উদ্ধারের জন্য বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই কুয়োর পাশে সমান্তরাল আরেকটি গর্ত খননের কাজ শুরু করেন দমকল কর্মীরা। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভিতরে বিশেষ পাইপের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়। প্রথমে ৩৫ ফুট গর্ত খোঁড়া হয়েছিল। তাতে শিশুটির কাজে যাওয়া যায়নি। শেষ পর্যন্ত ৪৫ ফুট গর্ত খোঁড়া হয়। আটকে পড়া শিশু সাজিদের বাবা-মা ছাড়াও পড়শিরা উদ্বিগ্ন মুখেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকেন। অবশেষে টানা ৩২ ঘন্টা অভিযানের পরে রাত নয়টা নাগাদ ৪০ ফুট গভীর থেকে সাজিদের অচেতন দেহ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তবে তাদের অক্লান্ত পরিশ্রম বিফলে গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভারত থেকে খুনের হুমকি পাচ্ছি’, দাবি খুলনার জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, গণনা কবে?

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

২১ ঘণ্টা পার, রাজশাহীতে ৩৫ ফুট গভীর গর্তে আটকে ২ বছরের শিশু

‘ওপরওয়ালা যব ভি দেতা…১০ বছর নিঃসন্তান ছিলেন’, একসঙ্গে জন্ম দিলেন ৫ সন্তানের

ইউনূসের সরকার থেকে ইস্তফা ‘হিযবুত’ ঘনিষ্ঠ দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ