এই মুহূর্তে




হায়রে বাংলাদেশ! ময়মনসিংহে এবার মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা ইউনূসের জমানায় শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসই মুছে ফেলা হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের উপরেও লাগাতার নির্যাতন চলছে। এবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক সত্তরোর্ধ্ব মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতন করার পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নিগৃহীত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এক কিশোরীকে যৌন নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়েছে। যদিও ওই অভিযোগ বিশ্বাসযোগ্য হয়নি স্থানীয়দের কাছে। ইতিমধ্যে্যি ফেসবুকে ওই নির্যাতনের ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের দুই হাত পেছন দিকে নিয়ে গাছের সঙ্গে বাঁধা। কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে আছেন। একজন একটি জুতার মালা পরিয়ে দেন বৃদ্ধের গলায়।

ময়মনসিংহের পাগলা থানার ওসি ফেরদৌস আলম বুধবার (৫ নভেম্বর) জানিয়েছেন, ‘গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গফরগাঁও উপহেলার মশাখালী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারিকে এক কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে আটক করে স্থানীয জামায়াত ইসলামীর নেতারা।। তাঁকে গাছে বেঁধে মারধরের পাশাপাশি গলায় জুতোর মালা পরানো হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে নিয়ে আসে। কিশোরীর বাবা আব্দুল করিমের বিরুদ্ধে যৌন নির্যাতনের এক মামলা দায়ের করেছেন। তাঁর প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করে এদিন আদালতে পাঠানো হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের পরেই একাত্তরের মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে কোমর কষে ঝাঁপিয়েছে রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের ওই উদ্যোগে উ‍ৎসাহিত হয়ে পড়েছে মুক্তিযুদ্ধের সময়ে পাক বাহিনীর দোসর হিসাবে গণহত্যা আর গণধর্ষণ চালানো জামায়াত ইসলামী-ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো মৌলবাদী দলগুলি। গত ১৫ মাসে মিথ্যা মামলায় কয়েকশ মুক্তিযোদ্ধাকে জেলে পাঠানো হয়েছে এবং জুতোর মালা পরিয়ে নির্যাতন চালানো হয়েছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন গফরগাঁওয়ের ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালানো মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারিকে জুতোর মালা পরিয়ে গাছে বেঁধে নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছেন ময়মনসিংহ সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ। তাঁর কথায় ‘একজন বৃদ্ধকে এভাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরানো সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নয়।কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী তার শাস্তি হবে। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন না করলে সমাজে অবিচার অনাচার রোধ করা যাবে না।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুদের কচুকাটা করেছিলেন বাবা, শেখ হাসিনার মামলায় ছেলে সরকারি আইনজীবী

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

নবান্নে শাড়ি কিনে দেয়নি স্বামী, রাগে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ