এই মুহূর্তে




রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেফতার শেখ হাসিনার নাতি




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই-অগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে বিক্ষোভকারীদের উপরে হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার নাতিকে। গতকাল সোমবার (১৬ জুন) রংপুরের পীরগঞ্জের জামতলার একটি পেট্রল পাম্পের অফিস থেকে দেশত্যাগী প্রধানমন্ত্রীর দূর সম্পর্কের নাতি  শহিদুল ইসলাম পিন্টু মন্ডলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৭ জুন) তাকে আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

পীরগঞ্জ থানার ওসি শশিকুল ইসলাম জানিয়েছেন, গত বছর জুলাই-অগস্টের আন্দোলনের সময়ে ছাত্রদের উপরে হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি শহিদুল ইসলাম। ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরেই আত্মগোপন করেছিলেন তিনি। টানা ৯ মাস আত্মগোপন করার পরে সম্প্রতি এলাকায় ফেরেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোমবার বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শহিদুলকে।

অন্যদিকে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাকড়াও করতে কোমর কষে ঝাঁপিয়ে পড়তে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মী এবং সমর্থকদের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাদের জাতীয় সচিত্র পরিচয়পত্র (এনআইডি) ব্লক করারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পাল্টা রণকৌশল নিয়েছে শেখ হাসিনার দলও। তদারকি সরকারের ইস্তফার দাবিতে এবং বিনা অপরাধে দলের নেতা-কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে এক মাস ধরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ জুন) পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাজধানী ঢাকা-সহ দেশের ৬৪টি জায়গায় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। মঙ্গলবারও রাজশাহী, খুলনা, বরিশাল কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল ইউনূস সরকার

 মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ মোল্লা ইউনূসের

ক্ষমতায় বিএনপিকে চান বাংলাদেশের ৩৯ শতাংশ তরুণ, বলছে জনমত সমীক্ষা

আইসিইউতে জনপ্রিয় গায়িকা ফরিদা পারভীন, ইউনূস সরকারের সাহায্য নিতে অস্বীকার

বদলের বাংলাদেশে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ

থানায় ঢুকে কনস্টেবলকে ‘স্যার’ বলে পাকড়াও ভুয়ো এসআই, ঠাঁই শ্রীঘরে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ